বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ব্রাজিল থেকে আমদানি নিম্নমানের গম যাচ্ছে টিআর কাবিখায়

ব্রাজিল থেকে আমদানি করা নিম্নমানের গম প্রত্যাখ্যান করেছেন আটা-ময়দা মিলের মালিকরা। খাদ্য বিভাগ এ গম মিলারদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। মিল মালিকরা খাওয়ার অনুপযোগী এসব গম নিতে রাজি হচ্ছেন না। এ কারণে খুলনায় খোলা বাজারে (ওএমএস) আটা বিক্রি বন্ধ হয়ে গেছে। তবে জিআর, টিআর এবং কাবিখা প্রকল্পে এসব নিম্নমানের গম চালিয়ে দেওয়া হচ্ছে। অপরদিকে, জেলার দশ গুদামে মজুদকৃত গমের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষাগারে পাঠানো হলেও ফলাফল পাওয়া যায়নি।

খুলনার আঞ্চলিক খাদ্য কর্মকর্তার দফতর সূত্রে জানা গেছে, ২০১৪-২০১৫ অর্থবছরে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ব্রাজিল থেকে ৮০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হয়। এসবের মধ্যে ৩৫ হাজার মেট্রিক টন বরিশাল ও বৃহত্তর ফরিদপুরে পাঠানো হয়। এ ছাড়া চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলাতেও এসব গম পাঠানো হয়। খুলনা নগরীর মহেশ্বরপাশা কেন্দ্রীয় খাদ্য গুদামে ১৩ হাজার ১৮৭ মেট্রিক টন, বয়রা কেন্দ্রীয় খাদ্য গুদামে ৮ হাজার ১১৯ মেট্রিক টন, ডুমুরিয়া উপজেলা গুদামে ১০৭ মেট্রিক টন, দাকোপে ২০১ মেট্রিক টন, পাইকগাছায় ১৯৯ মেট্রিক টন, তেরখাদায় ১৩৬ মেট্রিক টন, বটিয়াঘাটায় ৯৮ মেট্রিক টন, ফুলতলায় ২০২ মেট্রিক টন, কয়রায় ১২২ মেট্রিক টন এবং রূপসা উপজেলা খাদ্য গুদামে এক মেট্রিক টন গম মজুদ করা হয়।

ব্রাজিলের নিম্নমানের এসব গম না নেওয়ার কারণ হিসেবে মিল মালিকরা বলছেন, ভালো গমে ৭০ থেকে ৭৫ ভাগ আটা এবং ২৫ থেকে ৩০ ভাগ ভূষি থাকে। কিন্তু ব্রাজিল থেকে আমদানি করা এসব গমে ২৫ থেকে ৩০ ভাগ আটা এবং ৭০ থেকে ৭৫ ভাগ ভূষি। ফলে এসব গম থেকে আটা উৎপাদন করে লোকসানের বোঝা টানতে চান না তারা। এ কারণে খুলনার ২৬টি মিলের মালিক এসব গম প্রত্যাখ্যান করেছেন। ফলে গুদাম খালি করতে খাদ্য কর্মকর্তারা এ গমের সিংহভাগ জিআর, টিআর, কাবিখা ও ভিজিডিসহ বিভিন্ন খাতে বরাদ্দ দিয়েছেন। কিছু পুলিশ ও আনসারদের মধ্যেও বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

গম প্রত্যাখ্যানের কথা স্বীকার করে খুলনা আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি মো. আব্দুল মতিন বলেন, ‘এ গমের মান খুবই খারাপ। খাওয়ার অনুপযোগী। এ গম থেকে আটা করা হলে মিল মালিকরা লোকসানের মুখে পড়বেন। এ কারণে ২৬টি মিলের বিপরীতে ৪০ থেকে ১০০ মেট্রিক টন গম বরাদ্দ থাকলেও কেউ তুলছেন না। খাদ্য কর্মকর্তারা গম নিয়ে সহযোগিতা করার অনুরোধ জানালেও তা সম্ভব হয়নি। এ ছাড়া ব্রাজিলের নিম্নমানের গমের দাম প্রতি কেজি সাড়ে ১৯ টাকা, ভারতীয় ভালো মানের সাদা গমও প্রতি কেজি সাড়ে ১৯ টাকায় পাওয়া যাচ্ছে। তাই একই দামে খারাপ গম কেউ নিতে চায় না।’

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কাজী মো. নূরুল ইসলাম জানান, আমদানিকৃত গমের মধ্যে খুলনার দুটি গুদামে ৫৫ হাজার মেট্রিক টন গম মজুদ করা হয়, যা ইতিমধ্যে খুলনা ও বরিশাল বিভাগে বণ্টন করা হয়েছে। বর্তমানে জেটিতে ফ্রান্স থেকে আমদানিকৃত ২০ হাজার মেট্রিক টন গম খালাসের অপেক্ষায় আছে। আমদানিকৃত গমের একটি বড় অংশ টিআর, কাবিখা, ভিজিডিসহ বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। ফ্রান্স থেকে আনা গম খালাস হলে মিল মালিকদের দেওয়া হবে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেলিমুল আযম জানান, সোমবার পর্যন্ত খুলনা জেলার বিভিন্ন গুদামে ব্রাজিল থেকে আনা গমের পরিমাণ ছিল ১২ হাজার ৯২৬ মেট্রিক টন। মিল মালিকরা গম না নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সেলিমুল আযম। রমজান মাসে আটা বিক্রি কমে গেছে, এ দাবি করে তিনি বলেন, ‘গম নিতে মিল মালিকদের তেমন চাপ দেওয়া হচ্ছে না। অপরদিকে, জেলার ১০টি গুদামে মজুদকৃত গমের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষাগারে পাঠানো হলেও ফলাফল পাওয়া যায়নি বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

১ লাখ ৪০ হাজার ছাড়াল স্বর্ণের ভরি

দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্সবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: বাংলাদেশে চরম দারিদ্র্যে ৪ কোটি ১৭ লাখ মানুষ

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে চরমবিস্তারিত পড়ুন

টাঙ্গাইলে বাসার সামনে থেকে পুলিশ সুপারের মোবাইল ফোন ছিনতাই

টাঙ্গাইলে বাসার সামনে থেকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপারবিস্তারিত পড়ুন

  • আসিফ নজরুল: সাকিবের প্রতি মানুষের ক্ষোভ অযৌক্তিক নয়
  • খুলনায় মসজিদে দানের ছাগল নিয়ে সংঘর্ষ, মুসল্লির মৃত্যু
  • নওগাঁয় কিশোর গ্যাংয়ের হামলায় সমন্বয়ক ও শিক্ষার্থী আহত, আটক ৩
  • প্রবারণা পূর্ণিমার বর্ণিল উৎসব বান্দরবানে
  • দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ চান তারেক
  • মতিয়া চৌধুরী মারা গেছেন
  • হাইকোর্টে ১২ বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঁকা গ্রাফিতি হেঁটে দেখলেন ড. ইউনূস
  • মাধ্যমিকে ফের চালু হচ্ছে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ
  • তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে মির্জা ফখরুলের রিভিউ আবেদন
  • শিক্ষা ভবনের সামনে সড়কে শুয়ে শিক্ষকদের অবরোধ
  • ডেঙ্গুতে একদিনে আরও ৩ জনের মৃত্যু