সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ব্রাসেলসে বিমানবন্দরে ভয়াবহ বিস্ফারণ, নিহত ১১

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেতেম বিমানবন্দরে দুটি বিস্ফোরণের খবর দিয়েছে বিবিসি। মঙ্গলবার সকালের ওই ঘটনায় ১১ জন নিহত এবং আরো বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে ওই বিস্ফোরণের কারণ জানা যায়নি।

স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। যদিও পৃথক কোনো সূত্র থেকে এই খবরের সতত্যতা যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় দমকল কর্মীরা অবশ্য এ ঘটনায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এদিকে এন্থোনি বারেত নামের এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় সকাল আটটার দিকে তিনি টার্মিনাল সংলগ্ন হোটেল থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পান। তার ভাষায়,‘আমি হোটেল রুমের জানালার পর্দা সরিয়ে দেখি, ভয়ার্ত লোকজন টার্মিনাল ভবন থেকে ছুটে পালাচ্ছে।’ তিনি স্ট্রেচারে করে ১৯/২০ জনকে বহন করে নিয়ে যেতে দেখেন বলেও দাবি করেছেন। তিনি এটিকে ‘ভয়াবহ গুরুতর ঘটনা’ হিসেবেও উল্লেখ করেছেন। তবে কি কারণে ওই বিস্ফোরণ দুটি হয়েছে এবং এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক রয়েছি কিনা তা এখনো স্পষ্ট নয়।

ব্রাসেলসের সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে জাভেতেম বিমানবন্দরের টার্মিনাল ভবন থেকে ধোঁয়া ওঠতে দেখা গেছে। এখানে সেখানে ছড়িয়ে রয়েছে জানালার ভাঙা কাচ। বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজনকে দ্রুত ওই এলাকা ত্যাগ করতেও দেখা গেছে। এটি দেশের প্রধান অন্তর্জাতিক বিমানবন্দর।

বিবিসি বলছে, বিস্ফোরণের পর বিমানবন্দরটি থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। এটিকে চারপাশ থেকে ঘিরে রাখা হয়েছে। আপাতত এখানে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। বিমানবন্দরের রেল যোগাযোগ ব্যবস্থাটিও বন্ধ করে দেয়া হয়েছে।

একজন সরকারি কর্মকর্তা স্থানীয় সরকারি প্রচার মাধ্যমে ওই বিস্ফোরণকে হামলা হিসেবে উল্লেখ করেছেন। ঘটনায় একজন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় দমকল বাহিনীর কর্মীরা জানিয়েছেন। তবে আহতের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি। স্থানীয় এক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, বিমানবন্দরের আমেরিকান এয়ারলাইন্সের চেক ইন কাউন্টারের কাছে বিস্ফোরণ দুটি হয়েছে।
এ ঘটনার মাত্র চারদিন আগে প্যারিস হামলার মূল হোতা সালেহ আবদেসসালামকে ব্রাসেলস থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে এর সঙ্গে মঙ্গলবারের বিস্ফোরণের কোনো সম্পর্ক আছে কিনা তা এখনো জানা যায়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল

আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬

ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন

ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন

  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের 
  • ভারতের সঙ্গে চুক্তিতে দেশের মানুষের আস্থা প্রয়োজন
  • ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন উন্নয়নের : কাদের
  • ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা ইসলামিক জিহাদের
  • প্রথম বিতর্কের পর ট্রাম্পের দিকে ঝুঁকছেন দোদুল্যমান ভোটাররা!
  • রেবন্ত রেড্ডি এবং চন্দ্রবাবু নাইডু বৈঠক নিয়ে নানা জল্পনা
  • স্টারমারের দুঃখ প্রকাশের পরও বাংলাদেশি কমিউনিটিতে ক্ষোভ