বয়স ৫৫: স্বামী নেই, তাতে কী হয়েছে?
পাওলিন ইয়ঙ্গ (৫৫)। স্বামী নেই। দুই ছেলে ক্রেইগ ও অ্যারোন। দুজনই উঠতি বয়সের। তাতে কী হয়েছে। নিজেকে সব সময় তরুণী ভাবতে ভালবাসেন ডিভোর্সি এই নারী। নিয়মিত জিমও করেন। নেশা পরপুরুষের সঙ্গে মেলামেশা। তাও আবার সন্তানদের সমবয়সী ছেলেদের সঙ্গে। এতে অবশ্য তার কোনো আক্ষেপ নেই। খবর ডেইলি মেইল।
১৯৮১ সালে মালয়েশিয়ান এক নাগরিকের সঙ্গে পাওলিনের পরিচয় হয়। তখন তিনি ২১ বছরের ছাত্রী। পড়ালেখা করেন নটিংহামে। পরিচয়ের তিন বছরের মাথায় বিয়ে করেন তারা। ২৮ বছর দাম্পত্য জীবনের পর তার স্বামী মারা যায় ২০১৩ সালে। এরপর তিনি চলে আসেন লন্ডনে।
এরপর থেকেই শুরু হয় একা জীবন চলা। নিজেকে আকর্ষণীয় করে তুলতে নিয়মিত জিম করেন পাওলিন। ঘরে ২৩ বছরের দুই সন্তান থাকা সত্ত্বেও চুটিয়ে প্রেম করছেন এই নারী। সপ্তাহে অন্তত তিনবার তিনি ডেটিংয়ে যান। নিজের সন্তান সমতুল্য ছেলেদের সঙ্গে তার উঠাবসা। শুধু তাই নয়, রাতে তার ছেলেরা না থাকলে পাওলিন সন্তান সমতুল্য অন্য ছেলেদের বাসায় নিয়ে আসেন। চলে মদ্যপান। এরপর মেতে উঠেন আদিম খেলায়। এটাই নাকি তার নেশা। এতে অবশ্য কোন আক্ষেপ নেই ডিভোর্সি এই নারীর। তার ভাষ্য, একাকী জীবনে একটু আনন্দের প্রয়োজন আছে। তাছাড়া তিনি নিজেকে তরুণী ভাবতে ভালবাসেন তিনি।
ছেলে ক্রেইগের ভাষ্য, তার মা কম্পিউটারে বসে সারাক্ষণ চ্যাট করেন। তারা বাসায় থাকলেও এ নিয়ে কোন রাগঢাক নেই মায়ের। তার মা এই বয়সে এসে বিকিনি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
পাওলিন জানান, রাস্তায় বের হলেই মানুষ অন্যভাবে তাকায়। এতে আমি কিছু মনে করি না। কারণ আমি সব সময় সুখী থাকতে চাই।
এই সংক্রান্ত আরো সংবাদ
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৫৭বিস্তারিত পড়ুন
কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে ডান কানে বড় ব্যান্ডেজ নিয়েই অংশবিস্তারিত পড়ুন