বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভবিষ্যতে পেট্রলবোমা কারী কেউ রেহাই পাবে না: প্রধানমন্ত্রী

ভবিষ্যতে কেউ যেন পেট্রলবোমা মেরে মানুষ হত্যা এবং মানুষের ক্ষতি করতে না পারে, সেজন্য বিএনপি-জামায়াতের সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি-জামায়াতের সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদানের চেক তুলে দিয়ে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর কাছ থেকে অর্থ সহায়তা নিতে এসে বিএনপি-জামায়াতের টানা তিন মাসের আন্দোলনের সহিংসতায় ক্ষতিগ্রস্তরা কান্নায় ভেঙে পড়েন। এদের মধ্যে অনেকেই প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন।

আজ সহিংসতার ঘটনায় নিহত সাতজনের পরিবার, আহত ২৩ আর ১৮৫ পরিবহন মালিকের হাতে মোট আট কোটি ৩৭ লাখ টাকা অর্থ সহায়তা তুলে দেনপ্রধানমন্ত্রী। বিএনপি-জামায়াতের সহিংসতায় এ পর্যন্ত ৯৯৪ জনকে ৩৩ কোটি ৪৭ লাখ টাকা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যারা এভাবে ক্ষতি করেছে তাদের শাস্তি অবশ্যই ইনশা আল্লাহ আমরা করব। তাদের কেউ রেহাই পাবে না। তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা ইতিমধ্যে নিতে শুরু করেছি, আমরা তা নেব। কারণ দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করবার সাহস পাবে। ভবিষ্যতে যেন মানুষকে এভাবে ক্ষতিগ্রস্ত করার সাহস না পায়, সেই ধরনের শাস্তির ব্যবস্থা করতে হবে, ইনশা আল্লাহ আমরা তা করব এবং আপনাদের সহযোগিতা কামনা করি।’

গত জানুয়ারিতে শুরু হওয়া টানা তিন মাসের ওই সহিংসতায় সারাদেশের চিত্র উল্লেখ করে প্রধানমন্ত্রীবিএনপি-জামায়াতের রাজনীতির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘কারো ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে গিয়ে মানুষের এতবড় ক্ষতি কখনো কেউ করতে পারে এটা কল্পনাও করা যায় না। সবথেকে দুর্ভাগ্যের যে, জীবন্ত মানুষগুলিকে আগুন দিয়ে পুড়িয়ে মারা। কিছু মানুষ আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সত্য, কিন্তু দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা ছিল সেটা তারা করতে পারে নাই। আল্লাহর কাছে সেজন্য আমরা শুকরিয়া আদায় করি। আমরা চাই না যে ভবিষ্যতে আর এভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হোক বা এভাবে আপনজন হারাক।’

এছাড়া আজ প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী সাক্ষাৎ করেন, বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমদ ইব্রাহিম আল-দাফিরি এবং চেক প্রজাতন্ত্রের বিদায়ী অনাবাসিক রাষ্ট্রদূত মিলোস্লাভ স্টাসেক। সাক্ষাতে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেনতাঁরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

মাস্ক-স্যানিটাইজার-দূরত্বে কি এইচএমপিভি ঠেকানো সম্ভব?

চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ভাইরাস আক্রান্ত মানুষেরবিস্তারিত পড়ুন

‘জুলাই ঘোষণাপত্রে’ কিছুটা সময় লাগতে পারে, ধৈর্য ধরার আহ্বান

শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমবিস্তারিত পড়ুন

শফিকুল আলম: ফেব্রুয়ারির মধ্যে সবাই নতুন বই পাবে

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে সবার হাতে নতুন বই দেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • সমন্বিত ৮ ব্যাংকে অফিসার পদে নিয়োগ দেওয়া হবে ৯৯৭ জনকে
  • রাজশাহীতে ‘মদপানে’ চারজনের মৃত্যু
  • তিন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ-বদলির জন্য উপদেষ্টা কমিটি
  • মির্জা ফখরুল: দেশে প্রথম সংস্কার এনেছিলেন জিয়াউর রহমান
  • বিসিএসে চিকিৎসকদের বয়স বাড়াতে আল্টিমেটাম
  • পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখে ভুল, প্রতিবাদে মানববন্ধন
  • ছাত্রশিবিরের উপস্থিতিতে অসন্তোষ, ‘জাতীয় সংলাপ’ বর্জন ছাত্রদলের
  • ৪৩তম বিসিএসে বাদ পড়াদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসছে মন্ত্রণালয়
  • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’
  • সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের নির্দেশনা রাষ্ট্রপতির
  • পদত্যাগের ঘোষণা জাস্টিন ট্রুডোর
  • ঢাকায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত