ভবিষ্যতে পেট্রলবোমা কারী কেউ রেহাই পাবে না: প্রধানমন্ত্রী
ভবিষ্যতে কেউ যেন পেট্রলবোমা মেরে মানুষ হত্যা এবং মানুষের ক্ষতি করতে না পারে, সেজন্য বিএনপি-জামায়াতের সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি-জামায়াতের সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদানের চেক তুলে দিয়ে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর কাছ থেকে অর্থ সহায়তা নিতে এসে বিএনপি-জামায়াতের টানা তিন মাসের আন্দোলনের সহিংসতায় ক্ষতিগ্রস্তরা কান্নায় ভেঙে পড়েন। এদের মধ্যে অনেকেই প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন।
আজ সহিংসতার ঘটনায় নিহত সাতজনের পরিবার, আহত ২৩ আর ১৮৫ পরিবহন মালিকের হাতে মোট আট কোটি ৩৭ লাখ টাকা অর্থ সহায়তা তুলে দেনপ্রধানমন্ত্রী। বিএনপি-জামায়াতের সহিংসতায় এ পর্যন্ত ৯৯৪ জনকে ৩৩ কোটি ৪৭ লাখ টাকা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যারা এভাবে ক্ষতি করেছে তাদের শাস্তি অবশ্যই ইনশা আল্লাহ আমরা করব। তাদের কেউ রেহাই পাবে না। তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা ইতিমধ্যে নিতে শুরু করেছি, আমরা তা নেব। কারণ দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড করবার সাহস পাবে। ভবিষ্যতে যেন মানুষকে এভাবে ক্ষতিগ্রস্ত করার সাহস না পায়, সেই ধরনের শাস্তির ব্যবস্থা করতে হবে, ইনশা আল্লাহ আমরা তা করব এবং আপনাদের সহযোগিতা কামনা করি।’
গত জানুয়ারিতে শুরু হওয়া টানা তিন মাসের ওই সহিংসতায় সারাদেশের চিত্র উল্লেখ করে প্রধানমন্ত্রীবিএনপি-জামায়াতের রাজনীতির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘কারো ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে গিয়ে মানুষের এতবড় ক্ষতি কখনো কেউ করতে পারে এটা কল্পনাও করা যায় না। সবথেকে দুর্ভাগ্যের যে, জীবন্ত মানুষগুলিকে আগুন দিয়ে পুড়িয়ে মারা। কিছু মানুষ আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সত্য, কিন্তু দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা ছিল সেটা তারা করতে পারে নাই। আল্লাহর কাছে সেজন্য আমরা শুকরিয়া আদায় করি। আমরা চাই না যে ভবিষ্যতে আর এভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হোক বা এভাবে আপনজন হারাক।’
এছাড়া আজ প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী সাক্ষাৎ করেন, বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমদ ইব্রাহিম আল-দাফিরি এবং চেক প্রজাতন্ত্রের বিদায়ী অনাবাসিক রাষ্ট্রদূত মিলোস্লাভ স্টাসেক। সাক্ষাতে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেনতাঁরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভেঙে দেওয়া হলো আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ
আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠনবিস্তারিত পড়ুন
বাধ্যতামূলক অবসরে আনসারের উপ-মহাপরিচালক জিয়াউল
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপ-মহাপরিচালক এবিস্তারিত পড়ুন
বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি, আসতে পারে পদত্যাগের ঘোষণা
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুলবিস্তারিত পড়ুন