‘ভাইজান’-এর কাছে ক্ষতিপূরণ দাবি পাক-সাংবাদিকের
‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে তাঁর চরিত্রের আদলে তৈরি করা হয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকি চরিত্রটি। এমনই দাবী এক পাক সাংবাদিকের। সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে টিভি ক্যামেরার সামনে ঘটনাস্থল থেকে পাক টেলিভিশন সাংবাদিক চাঁদ নবাবের খবর দেওয়া ভিডিও। যার সাথে হুবহু মিল রয়েছে নওয়াজের চরিত্রের। সেই কারণেই সলমনের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন চাঁদ নবাব।
তবে বিশাল অঙ্কের নয়। নিজেকে ছোটখাটো সাংবাদিক উল্লেখ করে চাঁদ বলেন, “ক্ষতিপূরণ চেয়ে আমি সলমনের সঙ্গে দেখা করব। তবে এটা আমার অনুরোধ মাত্র। আমি বিষয়টি নিয়ে আদালতে যাচ্ছি না। যদি তারা দেন তাহলে ভাল। নাহলেও কোনও সমস্যা নেই”।
চাঁদ আরও জানান, “টাকাপয়সার ব্যাপারটা বড় নয়। এটা পাকিস্তানের সম্মানের বিষয়। এটা আমার অনুরোধ মাত্র”। একই সঙ্গে তিনি একথাও বলেন, “তাঁর কেরিয়ারের ক্ষেত্রে সিনেমাটি নয়া মোড় এনে দিতে পারে”।
এদিকে সলমনের ভাইজান দেখে ইমোশনাল হয়ে পড়েছে বলিপাড়া। আমিরের পর এবার ঋষি কাপুরের চোখে জল আনল ‘বজরঙ্গি ভাইজান’।
ছবিটি দেখার পর উচ্ছ্বসিত অভিনেতা ট্যুইটারে লিখেছেন, “সলমন, সিনেমার শেষে তোমার অভিনয় আমার চোখে জল এনে দিয়েছে”। সেই সঙ্গে পরিচালক কবির খানেরও প্রশংসা করেন তিনি।
‘বজরঙ্গি ভাইজান’ নিয়ে এখন উচ্ছ্বাসে ভাসছে পাকিস্তান। বি-টাউনের বক্স অফিসে প্রথম সপ্তাহেই বাজিমাতের পর এ বার সাফল্যের ঢেউ আছড়ে পড়ল পাকিস্তানেও। বর্ডার পেরিয়েও হাউসফুল ‘ভাইজান’।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন