ভারতীয়দের আচরণে ক্ষুব্ধ হয়ে যা বললেন চিত্রনায়িকা মাহি!
ভারতীয় সহকর্মীদের আচরণে ক্ষুব্ধ হয়েছেন বাংলা চলচ্চিত্রের এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি লন্ডনে যৌথ প্রযোজনার ‘তুই শুধু আমার’ ছবির শুটিং চলাকালীন তাদের আচরণে কষ্ট পেয়েছেন তিনি। আর সেই কষ্ট থেকে ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মাধ্যমে।
একটি স্ট্যাটাসে মাহি লেখেন, পারলে আমাকে ক্ষমা করে দিও মা (বাংলাদেশ)। আমি এমন কিছু ভারতীয় (সবাই না, শুধুমাত্র গুটি কয়েক) দের সঙ্গে কাজ করছি, যারা কথায় কথায় তোমাকে ছোট করার হিম্মত দেখায়। কিন্তু বিশ্বাস করো, আমি এবং আমার মতো আরও কয়েকজন থাকতে তোমাকে ছোট করার ক্ষমতা কারও হবে না। কোনো দিন না। তুমি (বাংলাদেশ) আর ‘মা’ থাকবে মাথার ওপরে। কারণ তোমরা দুজনেই আমার ‘মা’।
জানা গেছে, ছবির জন্য মাহিকে দিয়ে অতিরিক্ত পরিশ্রম করানো হচ্ছে। ঠিকমতো বিশ্রাম করতেও পারছেন না তিনি। এসব নিয়ে কথা বলায় মাহিকে তারা নানাভাবে অপদস্ত করার চেষ্টা করেন। এবং বাংলাদেশ ও এদেশের চলচ্চিত্রকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন।
প্রসঙ্গত, ‘তুই শুধু আমার’ ছবির শুটিংয়ে অভিনয়ের জন্য মাহি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। এতে মাহির বিপরীতে অভিনয় করছেন কলকাতার সোহম, ও ওম। এটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন ও কলকাতার জয়দীপ মুখার্জি।
ছবিটির সত্তর শতাংশ শুটিং লন্ডনে হবে। ২২ জুন লন্ডন অংশের শুটিং শেষ হওয়ার কথা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন