ভারতের ইনিংস গুটিয়ে গেছে ২০০ রানেই
মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে ২০০ রানেই গুটিয়ে গেছে ভারতের ইনিংস। সিরিজ জয়ে টাইগারদের লক্ষ্য ২০১ রান। ম্যাচের দ্বিতীয় বলেই রোহিত শর্মাকে ফেরত পাঠিয়েছেন গত ম্যাচের পাঁচ উইকেট নেয়া মুস্তাফিজুর রহমান। নাসির হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন রোহিত। এরপর ১৩ তম ওভারের তৃতীয় বলে নাসির হোসেনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন বিরাট কোহলি (২৩)। দলীয় ১০৯ রানে নাসিরের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হন ধাওয়ান (৫৩)।
এরপর রুবেল হোসেনের বলে পয়েন্টে দাঁড়িয়ে থাকা নাসিরের হাতে ক্যাচ দিয়ে আউট হন আম্বাতি রাইডু (০)। ৩৬ তম ওভারের তৃতীয় বলে মুস্তাফিজের দ্বিতীয় শিকার হন সুরেশ রায়না। উইকেটকিপার লিটন দাসের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন তিনি। ৪০তম ওভারের তৃতীয় বলে ধোনিকে আউট করেন মুস্তাফিজ। এরপর চতুর্থ বলে অক্ষর প্যাটেলকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ৪২তম ওভারের শেষ বলে অশ্বিনকেও নিজের শিকারে পরিণত করেন।
বৃষ্টি শেষে খেলা শুরু হওয়ার পর প্রথম বলেই উইকেট পান মুস্তাফিজ। তিনি সরাসরি বোল্ড করেন জাদেজাকে (১৯)। পরের ওভারের শেষ বলেই ভুবনেশ্বর কুমারকে আউট করে ২০০ রানেই ভারতকে গুড়িয়ে দেন রুবেল হোসেন। রবিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। বিকাল তিনটায় মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে খেলাটি শুরু হয়েছে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৭৯ রানের বড় জয় নিয়ে সিরিজে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচ জিতলে সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের। অন্যদিকে প্রথম ম্যাচে হারের লজ্জা এড়াতে মরিয়া সফরকারী ধোনিরা।
ভারতের দলে তিনটি পরিবর্তন এসেছে। আজিঙ্কা রাহানে, উমেশ যাদব ও মোহিত শর্মার বদলে দলে জায়গা পেয়েছেন আমবাতি রাইডু, অক্ষর প্যাটেল ও কুলকারনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন