ভারতের জয় নিয়ে অমিতাভ-আমির যা বললেন!

বিরাট কোহলির আরেকটি অসাধারণ ইনিংসে ভর করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেছে ভারত। ‘টিম ইন্ডিয়া’র দুর্দান্ত জয়ে আনন্দে মাতোয়ারা পুরো ভারত। সেই আনন্দে শামিল কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। খুশি আরেক বলিউড তারকা আমির খানও। দুজনই উচ্ছ্বাস প্রকাশের জন্য বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারকে।
শেষ চার নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততেই হতো ভারতকে। ১৬১ রানের লক্ষ্যে ছুটতে গিয়ে একসময় ভীষণ চাপে পড়ে গিয়েছিল স্বাগতিকরা। তবে কোহলির ৫১ বলে অপরাজিত ৮২ রানের চমৎকার ইনিংস ৬ উইকেটের স্মরণীয় জয় এনে দিয়েছে ধোনির দলকে।
এমন জয় দেখে অমিতাভ মুগ্ধ। তবে তাঁর সবচেয়ে বেশি মুগ্ধতা মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব নিয়ে। টুইটারে ‘বিগ বি’ লিখেছেন, ‘অনেক অভিনন্দন এম এস ধোনি…আপনার নেতৃত্বের আরেকটি দুর্দান্ত উদাহরণ দেখলাম আজ! আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে!!’
অন্যদিকে, আমির খান মেতে উঠেছেন কোহলি-বন্দনায়। ভারতের সেরা ব্যাটসম্যানের আরেকটি ম্যাচ জেতানো ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ ‘মিস্টার পারফেকশনিস্ট’, ‘কী অসাধারণ ইনিংস! বিরাট স্যালুট! এই ইনিংসটা ছিল ম্যারাথন, দাবা খেলা আর আরচারির এক চমৎকার মিশেল! বুলসআই! ভালোবাসা ও শ্রদ্ধা!’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন