ভারতে প্রতিদিন ৯০ জন মহিলা ধর্ষিত হচ্ছেন!
দেশে প্রতিদিন ৯০ জন মহিলা ধর্ষিত হচ্ছেন। কেন? আসলে ভারতের নতুন প্রজন্ম মারাত্মক বেশি রকম যৌন আক্রমণাত্মক। এই তথ্যই উঠে এসেছে একটি নতুন গবেষণায়। দেশের নানা প্রান্তে প্রতিদিন, প্রতিনিয়ত মেয়েদের উপর হচ্ছে যৌন অত্যাচার। কেন এমন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই একটি বিশেষ সমীক্ষামূলক গবেষণা চালানো হয় ইন্টারন্যাশনাল সেন্টার ফর রিসার্চের পক্ষ থেকে। ১৮ থেকে ৫৯ বছরের ২০০০ জনেরও বেশি মানুষের উপর এই সমীক্ষা চালানো হয়েছে। কী কী উঠে এল এই সমীক্ষায়?
১) প্রায় ২৫ শতাংশ পুরুষ তাঁদের জীবনের কোনও কোনও সময় যৌন আক্রমণাত্মক ঘটনা ঘটিয়েছেন।
২) বেশিরভাগ সময়ই এই যুবকেরা তাঁদের সঙ্গীনীর সঙ্গেই এমন আক্রমণাত্মক আচরণ করে থাকে।
৩) অ্যালকোহল শরীরে থাকার সময়ই বেশি পরিমাণ যৌন আক্রমণাত্মক হয়ে ওঠে নতুন প্রজন্মের ভারতীয় পুরুষরা।
৪) সমীক্ষায় দেখা গিয়েছে, যাদের উপর ছেলেবেলায় মানসিকভাবে অত্যাচার হয়েছে, পরবর্তীকালে তারাই বেশি যৌন আক্রমণাত্মক হয়ে উঠেছে।
৫) ৩৪ শতাংশ পুরুষ নিজেরা ছেলেবেলায় যৌন হেনস্থার শিকার হওয়ার পর নিজেরাও ওই একই আচরণ করছে, সুযোগমতো।
মেক্সিকো, চিলি কিংবা ক্রোয়েশিয়ার মতো দেশকে এই বিষয়ে অনেক পিছনে ফেলে দিয়েছে ভারত।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন