ভারতে প্রতিদিন ৯০ জন মহিলা ধর্ষিত হচ্ছেন!
দেশে প্রতিদিন ৯০ জন মহিলা ধর্ষিত হচ্ছেন। কেন? আসলে ভারতের নতুন প্রজন্ম মারাত্মক বেশি রকম যৌন আক্রমণাত্মক। এই তথ্যই উঠে এসেছে একটি নতুন গবেষণায়। দেশের নানা প্রান্তে প্রতিদিন, প্রতিনিয়ত মেয়েদের উপর হচ্ছে যৌন অত্যাচার। কেন এমন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই একটি বিশেষ সমীক্ষামূলক গবেষণা চালানো হয় ইন্টারন্যাশনাল সেন্টার ফর রিসার্চের পক্ষ থেকে। ১৮ থেকে ৫৯ বছরের ২০০০ জনেরও বেশি মানুষের উপর এই সমীক্ষা চালানো হয়েছে। কী কী উঠে এল এই সমীক্ষায়?
১) প্রায় ২৫ শতাংশ পুরুষ তাঁদের জীবনের কোনও কোনও সময় যৌন আক্রমণাত্মক ঘটনা ঘটিয়েছেন।
২) বেশিরভাগ সময়ই এই যুবকেরা তাঁদের সঙ্গীনীর সঙ্গেই এমন আক্রমণাত্মক আচরণ করে থাকে।
৩) অ্যালকোহল শরীরে থাকার সময়ই বেশি পরিমাণ যৌন আক্রমণাত্মক হয়ে ওঠে নতুন প্রজন্মের ভারতীয় পুরুষরা।
৪) সমীক্ষায় দেখা গিয়েছে, যাদের উপর ছেলেবেলায় মানসিকভাবে অত্যাচার হয়েছে, পরবর্তীকালে তারাই বেশি যৌন আক্রমণাত্মক হয়ে উঠেছে।
৫) ৩৪ শতাংশ পুরুষ নিজেরা ছেলেবেলায় যৌন হেনস্থার শিকার হওয়ার পর নিজেরাও ওই একই আচরণ করছে, সুযোগমতো।
মেক্সিকো, চিলি কিংবা ক্রোয়েশিয়ার মতো দেশকে এই বিষয়ে অনেক পিছনে ফেলে দিয়েছে ভারত।
এই সংক্রান্ত আরো সংবাদ
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৫৭বিস্তারিত পড়ুন
কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে ডান কানে বড় ব্যান্ডেজ নিয়েই অংশবিস্তারিত পড়ুন