বুধবার, জুলাই ২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভারতে রেল দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪৭, ফরেনসিক তদন্তের নির্দেশ

ভারতের কানপুরে ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৭ জনে দাঁড়িয়েছে। গুরুতর জখম প্রায় দেড় শতাধিক। এর মধ্যে সঙ্কটজনক অবস্থায় রয়েছে অর্ধশতাধিক যাত্রী। বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে ধ্বংস্তুপের নিচে এখনও বহু লাশ আটকে রয়েছে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার পর ২৪ ঘন্টা কেটে গেলেও সোমবার সকালেও উদ্ধারকাজ শেষ করা সম্ভব হয়নি। ফলে দুর্ঘটনাগ্রস্ত কামরার মধ্যে আটকে থাকা যাত্রীদের বেঁচে থাকার আশা ক্রমশই কমছে। সোমবার বিকেল পর্যন্ত উদ্ধারকাজে যোগ দেওয়া সেনা জওয়ান, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও কোন যাত্রীর বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছেন।

কানপুর দেহাট জেলার পুলিশ সুপার প্রভাকর চৌধুরী জানান, ধ্বংসস্তুপ সরানোর কাজ শুরু হওয়ার পরই তার নীচ থেকে আজ বেশ কয়েকটি লাশ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে সেনা জওয়ানের লাশও রয়েছে’। তিনি আরও জানান মর্গে ১৪৭ টি লাশ রয়েছে, এর মধ্যে ১২৩ টি লাশ শনাক্তকরণ সম্ভব হয়েছে, ১১০ টি লাশ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে’।

উত্তর-মধ্য রেলের এক কর্মকর্তা জানান, ‘বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরাগুলিকে সরানোর কাজ শেষ হলে লাইন ঠিক করার কাজ শুরু হবে’।

এদিকে ‘দুর্ঘটনায় দোষীদের কাউকেই ছেড়ে দেওয়া হবে না বলে পরিস্কার জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। এদিন সংসদে দাঁড়িয়ে রেল মন্ত্রী দুর্ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে বলেন, দুর্ঘটনার সব দিক খতিয়ে দেখতে ফরেনসিক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না’। অন্যদিকে পুলিশের তরফেও এদিন আলাদা করে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

এদিকে আহতদের ক্ষতিপূরণ দিতে গিয়ে অনেক যাত্রীকেই পুরোনো ৫০০ রুপির নোট ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। যদিও রেলের তরফে এমন কোন ক্ষতিপূরণ দেওয়ার কথা অস্বীকার করা হয়েছে।

রবিবার ভোররাতে কানপুর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে পুখরায়ানে ইন্দোর-পাটনা এক্সপ্রেসের ১৪ টি কামরা লাইনচ্যুৎ হয়। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় এস-১, এস-২, এস-৩ কামরাগুলি। ঘুমের মধ্যেই মারা যায় অধিকাংশ যাত্রী।

এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো

সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের