ভারতে লাইভ অনুষ্ঠানে ওয়াসিম আকরামের উপর হামলা (ভিডিওসহ)

ঘটনা রোববার রাতের। ভারতের সাথে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নির্ধারণীর ম্যাচটা সবে মাত্রই শেষ হয়েছে। মুম্বাইয়ের লোয়ার প্যারোল স্ট্রিটে সরাসরি এক অনুষ্ঠানের শুটিং চলছিল।
ভারতীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আজ তাকের খেলাধুলা বিষয়ক একটা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন ওয়াসিম আকরাম। বিরাট কোহলির ব্যাটিংয়ের প্রসঙ্গে কথা বলছিলেন পাকিস্তানের এই ক্রিকেট কিংবদন্তি।
ঠিক তখনি ঘটনাটি ঘটে। হঠাৎই তাকে বাধা দিতে এগিয়ে আসেন কয়েকজন। এই পাকিস্তানি অধিনায়কের সামনে এসে কেড়ে নেন ক্যামেরা। টেলিভিশনে দেখা যায় থতমত খেয়ে ওয়াসিম আকরাম চেয়ার ছেড়ে উঠে যাচ্ছেন।
এর মধ্য দিয়ে ভেস্তে যায় শুটিং।
ওয়াসিম আকরামকে ভারতের বিভিন্ন টিভি চ্যানেলে দেখা যায় নিয়মিতই। আর চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রায় প্রতিদিনই তিনি কোন না কোন টেলিভিশনের পর্দায় হাজির হন। তবে, এবারই প্রথমবারের মত এমন ঘটনা ঘটলো তার সাথে।
আকস্মিক ঘটনায় মর্মাহত ওয়াসিম আকরাম। তিনি ভারতে তার সব কাজ স্থগিত করারও ঘোষণা দেন টুইটারে।
আর এই ঘটনায় অবাক অনুষ্ঠানটির সঞ্চালক ও ক্রিকেট সাংবাদিক বিক্রান্ত গুপ্ত।
পরে এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানিরা ফুঁসে উঠেন। সমালোচনা করেন ভারতীয়রাও।
দেখুন সেই ঘটনাটি-
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন