ভারতে হামলা চালাবে বাংলাদেশের জঙ্গি সংগঠন?
সর্বোচ্চ সতর্কতা ভারত জুড়ে এখন৷ গোয়েন্দারা জানিয়েছেন, যে কোনো মুহূর্তে হামলা হতে পারে৷ ভারতের যে কোনো প্রান্তেই হতে পারে এই হামলা৷ গোয়েন্দারা বলছেন, এমন হামলার পরিকল্পনা করেছে বাংলাদেশের হিযবুত তাহরীর৷
এমন একটি হামলা পরিকল্পনার আশঙ্কা থেকে গত ১৫ জানুয়ারি থেকেই সতর্কাবস্থায় আছে ভারত৷ ভারতের গোয়েন্দা ব্যুরো (আইবি) বাংলাদেশের একটি নাম্বার থেকে করা ফোন কলের বক্তব্যে সন্ত্রাসী হামলা পরিকল্পনার ইঙ্গিত পায়৷ ফোনের কথোপকথনে এক বাংলাদেশি ভারতে অবস্থানরত কাউকে বলেন, ‘‘ডক্টর মেডিসিন লে কার যায়েগা”৷ হিন্দিতে বলা এই বাক্যটির মানে, ‘‘ডাক্তর ওষুধ নিয়ে যাবে৷” গোয়েন্দারা বলছেন, এই মেডিসিন বলতে আসলে বোমা বা আগ্নেয়াস্ত্র বোঝানো হয়েছে৷ এমন প্রতীকী ভাষায় আসলে বড় রকমের হামলার পরিকল্পনার কথাই জানিয়েছে হিযবুত তাহরীরের কোনো জঙ্গি৷
এক খবরে গোয়েন্দাদের উদ্ধৃত করে ‘টাইমস অফ ইন্ডিয়া’ জানিয়েছে, বাংলাদেশের ওই নাম্বার থেকে গত ১৫ই জানুয়ারি দু’বার ভারতে ফোন করা হয়৷ একবারের কথোপকথনের ‘ডক্টর মেডিসিন লে কার জায়েগা’ বাক্যটিই সজাগ করে তোলে গোয়েন্দাদের৷ সেদিনই ভারতের সব রাজ্যের পুলিশ বিভাগকে সম্ভাব্য বোমা ও আত্মঘাতী হামলার বিষয়ে সতর্ক করা হয়৷ গোয়েন্দাদের মতে, ১৬ থেকে ২৩ জানুয়ারির মধ্যে যে কোনো দিন যে কোনো স্থানে হতে পারে এ হামলা৷
আগামী ২৬ জানুয়ারি ৬৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে ভারত৷ সাম্প্রতিক সময়ে যে কোনো জাতীয় দিবসের এক দিন আগে থেকে এক দিন পর পর্যন্ত দেশের অধিকাংশ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়৷ হিযবুত তাহরীরের কথিত হামলা পরিকল্পনার কারণে এবার প্রজাতন্ত্রের ১১ দিন আগে থেকেই সতর্কাবস্থায় রয়েছে দেশটি৷ সেনাবাহিনী, বিমানবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীকে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে৷
গোয়েন্দা সংস্থা ১৫ থেকে ২৩ পর্যন্ত যে সময়সীমার কথা বলেছিল শনিবারই তা শেষ হবে৷ অর্থাৎ সর্বোচ্চ সতর্কাবস্থার শেষ ২৪ ঘণ্টার উদ্বেগ এখন ভারত জুড়ে৷ ভারতীয় গোয়েন্দারা বলেছেন, ইন্ডিয়ান মুজাহিদীন, লস্কর-ই-তৈয়বা ও জইশ-ই-মোহাম্মদের মতো কিছু জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরকে হামলা পরিচালনার ব্যপারে সাহায্য করছে৷।ডচভেলে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৫৭বিস্তারিত পড়ুন
কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে ডান কানে বড় ব্যান্ডেজ নিয়েই অংশবিস্তারিত পড়ুন