ভারত থেকে এলো আরও ১৬ হাজার ৪শ মেট্রিক টন চাল

ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান মোংলা বন্দরে পৌঁছেছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে ১৬,৪০০ মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ বন্দরের জেটিতে নোঙর করেছে।
ভারতের ধামরা বন্দর থেকে ৭,৭০০ মেট্রিক টন চাল নিয়ে সকালে বন্দরের ৭ নম্বর মুরিং বয়ায় নোঙর করে পানামার পতাকাবাহী জাহাজ “বিএমসি আলফা”। একই সময়ে থাইল্যান্ডের পতাকাবাহী “এমভি সি ফরেস্ট” কলকাতা বন্দর থেকে ৮,৭০০ মেট্রিক চাল নিয়ে নোঙর করেছে ফেয়ারওয়ে বয়ায়।
জাহাজ দুটির শিপিং এজেন্ট ম্যাঙ্গো শিপিং লাইনসের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জালাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “৩ ফেব্রুয়ারি এসব চাল খালাসের কার্যক্রম শুরু হবে।”
চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক দপ্তর মোংলার সহকারী নিয়ন্ত্রক আব্দুস সোবহান জানান, এটি ভারত থেকে আসা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোংলা বন্দরে আমদানি হওয়া চালের দ্বিতীয় চালান। বন্দরে আসা দুটি জাহাজে ১৬,৪০০ মেট্রিক টন চাল রয়েছে। আগামী রবিবার চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে সোমবার খালাস প্রক্রিয়া শুরু হবে।
মোংলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী ভারত থেকে দেশে আসবে তিন লাখ মেট্রিক টন চাল। এর মধ্যে মোংলা বন্দরে খালাস হবে ৪০%। বাকিটা খালাস হবে চট্টগ্রাম বন্দরে।
উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত এই চালের প্রথম চালান এসেছিল ২০ জানুয়ারি। ভিয়েতনামের পতাকাবাহী “এমভি পুথান-৩৬” জাহাজে করে তখন এসেছিল ৫,৭০০ মেট্রিক টন।
এই সংক্রান্ত আরো সংবাদ

গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
নিউজ ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাবিস্তারিত পড়ুন

বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
নিউজ ডেস্ক: বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতেবিস্তারিত পড়ুন

ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
নিউজ ডেস্ক : সরকারি ভাতার ২০২৪–২৫ অর্থবছরের প্রথম কিস্তির টাকাবিস্তারিত পড়ুন