ভিক্টোরিয়ানস শব্দটা হঠাৎ বড় বেমানান লাগছে কুমিল্লার নামের পাশে
ভিক্টোরিয়ানস শব্দটা হঠাৎ বড় বেমানান লাগছে কুমিল্লার নামের পাশে!
অধিনায়ক হিসেবে এমন দিন কখনো আসেনি মাশরাফি বিন মুর্তজার। কালও হেরেছে তাঁর দল কুমিল্লা ভিক্টোরিয়ানস। রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরা ৯ উইকেট হাতে রেখে যখন ম্যাচ শেষ করে দিয়েছেন, তখনো ইনিংসের বাকি ১৮ বল। টানা পঞ্চম হারে বিপিএলে এখনো জয়হীন কুমিল্লা।
কুমিল্লার ব্যাটিং দেখে ধন্দই জাগল, আগের ম্যাচটা কি এ পিচেই হয়েছে! একটু আগেই না এখানে রান-উৎসব হলো চট্টগ্রাম ও রাজশাহীর ম্যাচে। সম্ভব নয় জেনেও তাই সন্দেহ মোচন করলেন কিউরেটর জাহিদ রেজা বাবু, ‘খেলা একই উইকেটেই হচ্ছে।’ কিন্তু আহমেদ শেহজাদ ও মারলন স্যামুয়েলসের ব্যাটিং দেখে সেটা বোঝার জো ছিল না। দুজনই আউট হয়েছেন ৫২ রান করে। শেহজাদের ইনিংসটি ছিল ৪৫ বলের। আর শেষ ওভারে আউট হওয়া স্যামুয়েলস খেলেছেন ৪৬ বল।
মাশরাফি নিজেও এমন ব্যাটিংয়ের উত্তর খুঁজে পাচ্ছেন না। এ উইকেট তাঁর বিচারে ২০০ রানের পিচ, ‘আমরা লো স্কোরিং বানিয়েছি, টেস্ট ম্যাচের মতো ব্যাটিং করেছি। ৮ উইকেট হাতে নিয়ে আরও আক্রমণাত্মক খেলা উচিত ছিল।’
দুই ওপেনারও কম যাননি। ইমরুল কায়েসের ৫ রানের ইনিংসটি ছিল ১০ বলের। আর পাওয়ার প্লের শেষ বলে রান আউট হওয়া লিটন দাস দলকে ২১ রানে রেখে যাওয়ার আগে করেছেন ১২ বলে ৪ রান! এমন প্রশ্নবিদ্ধ ব্যাটিংয়ে ১০০ পেরোতেই ১৭.৫ ওভার লেগেছে কুমিল্লার।
উইকেটে যে আসলেই কোনো জুজু নেই, সেটা রান তাড়ায় বুঝিয়েছে রংপুর। প্রথম ওভারে একটি করে চার ও ছয় সৌম্য সরকারের। চতুর্থ ওভারে মাশরাফিকে পুল করতে গিয়ে সৌম্য আউট হওয়ার পরও কোনো ক্ষতি হয়নি রংপুরের। মোহাম্মদ মিঠুনকে নিয়ে ধীরেসুস্থেই ছোট লক্ষ্যের দিকে এগিয়েছেন মোহাম্মদ শেহজাদ। এ জন্য স্যামুয়েলসকেও ধন্যবাদ দিতে পারেন আফগান ওপেনার। অষ্টম ওভারে মাশরাফির বলে থার্ডম্যানে তাঁর তোলা সহজতম ক্যাচটি ফেলে দিয়েছেন স্যামুয়েলস। শেহজাদের রান তখন ১৪।
এ রকম সুযোগ আর দেননি শেহজাদ। মোহাম্মদ সাইফউদ্দিনকে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করে এসেছেন, পেয়েছেন বিপিএলে নিজের দ্বিতীয় ফিফটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন