‘ভিডিওটির পর তারা অসংখ্য ছবির প্রস্তাব পাবেন’

চিত্রপরিচালক অনন্য মামুনের পরিচালনায় এবার জুটি বাঁধলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও মডেল তানজিন তিশা! খবরটি চলচ্চিত্রের না হলেও, বিষয়টি বেশ কাছাকাছি। হাবিবের নতুন গানের ভিডিও নির্মিত হচ্ছে একেবারে সিনেমাটিক ফর্মুলায়।
তাই তো এর নির্দেশক ও কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন অনন্য মামুন আর ভিডিওতে হাবিবের বিপরীতে নায়িকা রূপে থাকছেন তানজিন তিশা। দুজনের কসটিউম ডিজাইনার হিসেবে কাজ করছেন রামিম রাজ।
‘ওরে মন বেপরোয়া কেন আজ’ শিরোনামে রোমান্টিক ঘরানার এই গানের শুটিং শুরু হয়েছে ১৩ আগস্ট থেকে। সিরাজগঞ্জ শাহজাদপুরের বিভিন্ন লোকেশন হয়ে আজ সারাদিন কাটবে যমুনার তীরে। রাতের মধ্যে ফিরবেন ঢাকায়। সম্পাদনা শেষে আসছে ঈদেই লাইভ টেকনোলজির ব্যনারে প্রকাশ পাচ্ছে এটি। এমনটাই জানালেন হাবিব।
কেমন হচ্ছে শুটিং? জবাবে হাবিব বলেন, ‘প্রতিবারই চেষ্টা করি নতুন কিছু করার। এবারও সেটি অব্যাহত আছে। তবে এ বিষয়ে এখন ভালো বলতে পারবেন এর পরিচালক। কারণ ক্যামেরা-মনিটর উনার হাতেই।’
পরিচালক অনন্য মামুন বলেন, ‘হাবিব ভাই এর আগেও তার গানে মডেল হয়েছেন। সেসব আমি দেখেছি। তবে এবার পরিপূর্ণ নায়ক হাবিবকে খুঁজে পাবেন তার ভক্তরা। কারণ, এবার তাকে ও তানজিন তিশাকে এমনভাবে তুলে ধরছি, যেটা দেখলে যে কেউ ভাববেন রূপালি পর্দার নতুন কোনও জুটি। ভিডিওটি প্রকাশের পর এই জুটি অসংখ্য ছবির প্রস্তাব পাবেন, কথা দিলাম!’
প্রসঙ্গত, চলতি মাসের প্রথম রাতে প্রকাশ পায় হাবিবের শেষ মিউজিক ভিডিও ‘মনের ঠিকানা’। যাতে হাবিবের বিপরীতে মডেল হন শার্লিনা হোসাইন।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন