ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণ
বাংলাদেশের সরকারী কর্মকর্তাদের মালয়েশিয়া যেতে আর ভিসা লাগবে না। একই সাথে মালয়েশিয়ার সরকারী কর্মকর্তারা বাংলাদেশে ভিসামুক্ত চলাচল করতে পারবেন। দুদেশের সরকারী কর্মকর্তাদের ভিসা মুক্ত চলাচল ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, দুই দেশের কূটনীতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা ভিসা নেওয়া ছাড়াই ভ্রমণ করতে পারবেন। প্রতিবার ভ্রমণে তাঁরা এক মাস অবস্থান করতে পারবেন।
গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়ালালামপুর সফরকালে পুত্রাজায়ায় দুই দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়। আজ থেকেই চুক্তিটি কার্যকর হলো।
পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, এই চুক্তি কার্যকর হওয়ার ফলে দুদেশের রাজনৈতিক পর্যায়ে ও মাঠপর্যায়ে কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে। ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে। এটা দুদেশের গভীর ও আন্তরিক সম্পর্কের নিদর্শন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফরকালে পুত্রাজায়ায় এ সংক্রান্ত চুক্তি সই হয়েছিল। এই চুক্তি কার্যকর হওয়ার দিন থেকে পাঁচ বছর পর্যন্ত বলবৎ থাকবে। তারপর চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্যে বর্ধিত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
দেশে রোলস রয়েস ১২টি, ছয় মাসে এসেছে আটটি
বিশ্বের সবচেয়ে অভিজাত গাড়ি বলা হয় রোলস রয়েসকে। তবে একটাবিস্তারিত পড়ুন
শফিকুল আলম: আন্তর্জাতিক গণমাধ্যমে সংখ্যালঘু ইস্যু অন্যায্যভাবে উপস্থাপন করা হচ্ছে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুবিস্তারিত পড়ুন
ভারতীয় পণ্য বর্জনের ডাক দিলো হিন্দু, বৌদ্ধ -খ্রিষ্টান ছাত্র যুব ফ্রন্ট
ভারতের বিরুদ্ধে সনাতন ধর্মের নাম ভাঙ্গিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা ও ধর্মীয়বিস্তারিত পড়ুন