ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে ৩ লাখ, মৃত ২৫০০
ভূমধ্যসাগর রুট দিয়ে চলতি বছর এ পর্যন্ত তিন লাখেরও বেশি অভিবাসনপ্রত্যাশী ইউরোপে পাড়ি দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।
এ সময়ের মধ্যে সমুদ্রপথে অবৈধভাবে পাড়ি দিতে গিয়ে অন্তত ২৫০০ লোকের মৃত্যু হয়েছে বলেও গত শুক্রবারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এর মধ্যে গত বৃহস্পতিবার লিবীয় উপকূলে নৌকাডুবিতে বাংলাদেশীসহ শতাধিক মৃতের সংখ্যা হিসাব করা হয়নি।
সুইজারল্যান্ডের জেনেভায় প্রকাশ করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এ পর্যন্ত ভূমধ্যসাগর দিয়ে পাড়ি দেওয়াদের মধ্যে প্রায় দুই লাখই গ্রিসে অবস্থান করছে। ইতালীতে রয়েছে প্রায় ১ লাখ ১০ হাজার শরণার্থী।
গত বছর ভূমধ্যসাগর হয়ে ২ লাখ ১৯ হাজার অভিবাসনপ্রত্যাশী ইউরোপে প্রবেশ করে।
ইউএনএইচসিআরের মুখপাত্র মেলিসা ফ্লেমিং বলেছেন, চলতি বছর এ পর্যন্ত ইউরোপে প্রবেশ করতে গিয়ে প্রায় ২৫০০ শরণার্থী বা অভিবাসনপ্রত্যাশী মারা বা হারিয়ে গেছে। গত বছর এ সংখ্যা ছিল ৩৫০০।
শরণার্থী সঙ্কট মোকাবেলায় ইউরোপীয় দেশগুলোসহ সব দেশের সরকারগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর।
এই সংক্রান্ত আরো সংবাদ
কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন
এসএমই ফাউন্ডেশনের নতুন এমডি আনোয়ার হোসেন চৌধুরী
এসএমই ফাউন্ডেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন সাবেকবিস্তারিত পড়ুন
কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেল মসজিদের মোয়াজ্জেম ও অন্তঃসত্ত্বা স্ত্রীর
কক্সবাজারে পাহাড় ধসে মারা গেলেন মসজিদের এক মুয়াজ্জিন এবং তারবিস্তারিত পড়ুন