মন্ত্রী-এমপিদের নির্বাচনী প্রচারে বিধিনিষেধের চিন্তা
স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী-এমপিদের প্রচার কাজে বিধিনিষেধ আরোপ করার চিন্তা করছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের এক ঘনিষ্ঠ সুত্র এ তথ্য জানিয়েছে।
কমিশন সুত্র থেকে জানা যায়, আগামী ডিসেম্বর মাসে হতে যাওয়া পৌরসভা নির্বাচন ও আগামী ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয়ভাবে করা হলেও নির্বাচনী প্রচারের ক্ষেত্রে স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়রসহ সরকারি সুবিধাভোগী কেউ যাতে প্রচার না চালাতে পারে সেই রকম চিন্তাই করছে নির্বাচন কমিশন।
কমিশন সুত্র আরও জানায়, জাতীয় নির্বাচনে সরকারি কোন সুবিধাভোগী প্রচার চালাতে পারেন না। তাই জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও এই বিধিনিষেধ আরোপের চিন্তা করছে ইসি।
নির্বাচন কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য সংসদের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখেই আচরণবিধি করতে হবে। সে ক্ষেত্রে দলীয় প্রধানের ছবি, দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে সুবিধাভোগী ব্যক্তির তালিকা নির্ধারিত করে বিধি-নিষেধ আরোপ করতে হবে।
প্রসঙ্গত, গত ১২ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দেশে বিরাজমান পাঁচ ধরনের স্থানীয় সরকার আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্ত গৃহীত হয়।
পরে ওই দিন বিকেলে নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, ডিসেম্বরে দলীয়ভাবে পৌরসভার নির্বাচন করতে হলে আগামী সাত দিনের মধ্যে অধ্যাদেশ জারি করতে করতে হবে। এ সময়ের মধ্যে অধ্যাদেশ জারি হলে পৌরসভা নির্বাচন দলীয়ভাবে করা যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন