‘মরণ নেশা’ নিয়ে আবারও ব্যস্ত রাকা
আজ শনিবার থেকে আবার শুরু হয়েছে ‘মরণ নেশা’ ছবির শুটিং। ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান শামিম। ছবিতে অভিনয় করছেন নবাগতা নায়িকা রাকা বিশ্বাস। এর আগেও ঢাকার বাইরে এই ছবির শুটিং হয়েছিল আটদিন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ছবির শুটিং শেষ হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে নায়িকা রাকা বিশ্বাস বলেন, “আবারও ‘মরণ নেশা’ নিয়ে ব্যস্ত সময় পার করছি। আজ থেকে শুটিং শুরু হলো। ছবির গল্পে দেখা যাবে, আমি একজন এমপির মেয়ে। ভালোবাসি স্থানীয় এক চেয়ারম্যানের ছেলেকে। সে আমাকে ভালোবাসতে চায় না, কারণ আমার বাবা অনেক খারাপ কাজের সাথে যুক্ত। একসময় সেই ছেলেটি আমাকে দেখায়, বাবা কী কী খারাপ কাজের সাথে যুক্ত। এখন সেই সিকোয়েন্সের শুটিং চলছে। আগামী ২৮ তারিখ থেকে বাকি শুটিং হবে। ফেব্রুয়ারির ৫ তারিখ আমাদের পুরো ছবির শুটিং শেষ হওয়ার কথা রয়েছে।’
পরিচালক মিজানুর রহমান শামিম বলেন, ‘বর্তমান সময়ের গল্প নিয়ে আমি এই ছবিটি নির্মাণ করছি। একেবারেই মৌলিক গল্প। আমি অনেক ধরে ধরে ছবিটি নির্মাণ করছি। যাতে করে দর্শক একটি ভালো ছবি পায়। নতুন নায়ক-নায়িকা নিয়েছি গল্পের প্রয়োজনে। আমার মনে হয়, এই ছবির পাশাপাশি আমি যে নতুন শিল্পী দর্শকদের সামনে উপস্থিত করব, তারা নিজের অভিনয়গুণ দিয়ে নিজের একটা অবস্থান তৈরি করবে।’
‘মরণ নেশা’ ছবিটিতে আরো অভিনয় করবেন মাসুদ পারভেজ সোহেল রানা, আলেকজান্ডার বো, সুব্রত, সিরাজ, বড়দা মিঠু ও জনি। এতে গান থাকছে পাঁচটি। গানগুলোর সংগীতায়োজন করবেন মাইকেল।
এই সংক্রান্ত আরো সংবাদ
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন
বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
বলিউড অভিনেতা অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন সেইবিস্তারিত পড়ুন