মরুদেশের বালুচরে উষ্ণতা বাড়াছে সানির
থর মরুভূমিতে উঠেছে উষ্ণতার ঝড়। যার নাম সানি। মরু সফরে বলিউডের সেনসেশন। তাতেই বাড়ছে সাইবার দুনিয়ায় উষ্ণতা।
দুবাইতে চলছে ‘ইন্ডিয়ান’ ফ্যাশন উইক’। ডিজাইনার অর্চনা কোঁচের ফ্যাশনি ফিরিস্তি নিয়ে সেই র্যাম্পে হাজির ছিলেন বেবিডল। র্যাম্প মাতানোর পর এখন দুবাই সফরে বেড়িয়েছেন তিনি। ডেস্টিনেশন থর মরুভূমি। সেখানেই একের পর এক মুহূর্ত বন্দি হচ্ছে ক্যামেরায়। সেই ছবি ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
নীল দুনিয়াকে বাই বাই জানিয়ে, এখন বলিউডের সিজলিং লিওনি। প্রযোজক থেকে পরিচালক ভাঁড়ে লক্ষ্মী টানাতে এখন সাবই সানি ফর্মুলাই হাঁটছে। এমনকি খান-দের ছবিতেও আইটেম নিয়ে হাজির হচ্ছেন বেবিডল। ইতিমধ্যে এন্ট্রি নিয়ে ফেলেছেন শাহরুখের ‘রাইস’ ছবিতে। শোনা যাচ্ছে, আমিরের ‘দঙ্গল’-এ থাকছেন তিনি।
প্রসঙ্গত এবছর প্রো কবাডি লিগের মঞ্চে জাতীয় সঙ্গীত গেয়েছেন বেবিডল৷ একেবারে অন্য রুপে সবাইকে চমকে দিয়েছেন লিওনি। সাদা ও সোনালি রঙ্গের সালোয়ার কামিজে মঞ্চে উপস্থিত হয়েছিলেন তিনি। এই লাস্যময়ীর সঙ্গে উপস্থিত ছিলেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবারও। টুইটারে সেই ছবিও শেয়ার করেছেন সানি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন