বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘মসজিদে আযানরত অবস্থায় ইমামকে খুন’, আটক সন্ত্রাসী মাসুদ

চাঁদপুর প্রতিনিধি

মসজিদে আজানরত অবস্থায় এক মাদকাসক্ত বখাটের হামলায় চাঁদপুরের মতলব পৌর শহরের দশপাড়া নূরানী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক (৮০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার জোহরের নামজের আজানের সময় হামলায় ওই ইমাম আহত হন। পরে রাত ১০টায় ঢাকার পঙ্গু হাসপাতালে তার মৃত্যু হয়।

হামলাকারী একই এলাকার ইয়াকুব খান বিপ্লব। মাদকসেবী হিসেবে সে এলাকায় পরিচিত। এ ঘটনায় ঐ মাদকাসক্তকে আটক করেছে পুলিশ ।

নিহত ইমাম মাওলানা ফজলুল হক কাশেম পাগলাবাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক ছিলেন।
ইমামের মেয়ে নাছিমা আক্তার বলেন, ‘প্রতিদিনের মতো আমার বাবা মসজিদে জোহরের নামাজের আজান দিচ্ছিলেন। আজানরত অবস্থায় মসজিদে ঢুকে বিপ্লব উনার ওপর অতর্কিত হামলা চালায়। লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে উনাকে গুরুতর আহত করে।’

তিনি বলেন, ‘বাবার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিপ্লব দৌড়ে পালিয়ে যায়।’

পরে আশংকাজনক অবস্থায় ইমামকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়। এই হাসপাতালেই রাত ১০টায় তিনি মারা যান।

স্থানীয়রা জানান, দশপাড়া নূরানী জামে মসজিদে ইমাম নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। এনিয়েই এক পক্ষ হামলা করেছে। হামলাকারী একজন মাদকসেবী।

নিহত ইমামের মেয়ের জামাই এসএম সাঈদ ইবনে আফিজ বাদী হয়ে শুক্রবার সকালে হামলাকারী বিপ্লবকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

তিনি বলেন, মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে তার শ্বশুরকে হত্যা করা হয়েছে। কেননা এলাকার একপক্ষ ইমাম হিসেবে উনাকে রাখতে চান, অপরপক্ষ সরাতে চান।

তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রফিকুল ইসলাম জানান, রাতেই হামলাকারী বিপ্লবকে আটক করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণ থানার ওসি মো. কুতুব উদ্দিন জানান, আসামির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

বিয়েবাড়িতে টেবিল বসিয়ে ‘হোটেল ব্যবসা’ বন্ধের দাবি

বিয়েবাড়িতে টেবিল বসিয়ে উপহারসামগ্রী নেওয়ার প্রচলন বন্ধের দাবিতে চাঁদপুরে র‌্যালিবিস্তারিত পড়ুন

চাঁদপুরে মাদকের টাকার জন্য মারাত্মকভাবে কুপিয়ে মাকে হত্যা

চাঁদপুর শহরে মাদকসেবী ছেলের হাতে মা খুন হয়েছেন। মঙ্গলবার রাতবিস্তারিত পড়ুন

১৫ লাখ ইয়াবা উদ্ধার

চট্টগ্রামের পতেঙ্গার বহির্নোঙর এলাকায় একটি ট্রলার থেকে ১৫ লাখ ইয়াবাবিস্তারিত পড়ুন

  • চাঁদপুরের একসঙ্গে তিন কন্যার জন্ম দিলেন এক মা
  • রাস্তার পাশে গাছের পাতায় মোড়ানো নবজাতককে উদ্ধার !
  • পিঠের ‘পদ্মা সেতুতে’ হাঁটলেন নেতা, বললেন সব ‘অনুরোধে’
  • চাঁদপুরে চিকিৎসককে গলা কেটে হত্যা
  • দ্রুতগতির মোটরসাইকেলে প্রাণ হারাল দু’জন
  • স্বামী হত্যা: স্ত্রীসহ প্রেমিকের ফাঁসি
  • আপত্তিকর অবস্থায় আটক এসআই বরখাস্ত
  • বিধবার সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়লো এসআই, অতঃপর বিয়ে
  • ‘জাতীয় চার নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল’
  • বখাটের উত্ত্যক্তের শিকার সেই মেয়ের বাড়িতে এডিসি
  • বখাটেদের ভয়ে ছয় মাস স্কুলে যায় না মেয়েটি