মস্কোর সঙ্গে বৈঠক চায় দামেস্ক
একসময়ের পরাশক্তি রাশিয়ার সঙ্গে টানা টান উত্তেজনার মধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বৈঠক করতে চেয়েছেন। আজ প্রেসিডেন্ট পুতিনের একজন মুখপাত্র সংবাদ সম্মেলনে এ কথা জানান।
বৈঠকের বিষয়ে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ মস্কোয় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, তুরস্কের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধান পর্যায়ের বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। ওই প্রস্তাব ইতিমধ্যে রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছেছে। আগামী সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করতে চান প্রেসিডেন্ট এরদোয়ান। তবে মস্কো ওই প্রস্তাবে ইতিবাচক সাড়া দেবে কি না তা নিশ্চিত নয়।
এদিকে প্যারিসে জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলনের প্রাক্কালে আগামী সোমবার এরদোগান ওই বৈঠক করতে চেয়েছেন। সম্মেলনে পুতিনও উপস্থিত থাকবেন।
পেসকভ জানান, গত মঙ্গলবার তুর্কি সামরিক বাহিনী রুশ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার সাত থেকে আট ঘণ্টা পর প্রেসিডেন্ট এরদোগান পুতিনের কাছে ফোন করেন বলেও সংবাদ মাধ্যমকে জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত পুতিন তাঁকে ফোন করেননি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব কথা জানা যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ৫৭বিস্তারিত পড়ুন
কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে ডান কানে বড় ব্যান্ডেজ নিয়েই অংশবিস্তারিত পড়ুন