মাছধরা নৌকাডুবি: ৭ জেলের প্রাণহানি, ছয়জনের লাশ উদ্ধার
বঙ্গোপসাগরে গতকাল শনিবার দিবাগত রাতে একটি মাছ ধরার নৌকাডুবিতে ৭ জেলে প্রাণ হারিয়েছে। তন্মধ্যে ৬ জনের লাশ আজ রবিবার সন্ধ্যায় উদ্ধার করা হয়েছে। নিহত জেলেরা সবাই কক্সবাজারের খুরুশকুল, মহেশখালী ও টেকনাফের বাসিন্দা।
এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন রবিবার রাতে কালের কণ্ঠকে জানান, খুরুশকুল ইউনিয়নের কাউয়ার পাড়ার বাসিন্দা আবু তাহেরের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকা শনিবার দিবাগত রাতে সাগরে মাছ ধরতে যায়। ১৪ জন মাঝি-মাল্লাসহ নৌকাটি সোনাদিয়া দ্বীপের সন্নিকটে পৌঁছানোর সাথে সাথেই ডুবে যায়।
ডুবে যাওয়া নৌকার উদ্ধার হওয়া মাঝি আনসার মিয়া জানান, নৌকাটির ১৪ জেলের মধ্যে সাতজন জীবিত উদ্ধার হয়েছে এবং অপর সাত জেলের সলিল সমাধি ঘটেছে।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অপারেশন কর্মকর্তা উপপরিদর্শক আবদুর রহিম কালের কণ্ঠকে জানান, জেলেরা সন্ধ্যায় ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করে। নৌকার ভিতরে ৬ জেলের লাশ পাওয়া গেলেও এ সময় একজনের লাশ পানিতে ভেসে গেছে।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া ৬ জেলের মধ্যে একজন কক্সবাজারের টেকনাফ, একজন মহেশখালী এবং অপর চারজন খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা। তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা যথাক্রমে- রহমত উল্লাহ (৩০), তারেক আহমদ (৩২)মোহাম্মদ ইসহাক (২৮) ও কবির আহমদ (৩৩)।
এই সংক্রান্ত আরো সংবাদ

গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
নিউজ ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাবিস্তারিত পড়ুন

বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
নিউজ ডেস্ক: বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতেবিস্তারিত পড়ুন

ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
নিউজ ডেস্ক : সরকারি ভাতার ২০২৪–২৫ অর্থবছরের প্রথম কিস্তির টাকাবিস্তারিত পড়ুন