মাছ ধরতে পছন্দ করেন চিত্রনায়ক রিয়াজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক রিয়াজের সবচেয়ে বড় শখ তিনি মাছ ধরতে ভীষণ পছন্দ করেন।
এ বিষয়ে তিনি বলেন, ‘যখনই সময় পাই ঢাকার বাইরে বড়শি নিয়ে বেরিয়ে পড়ি। কোনো এক অজপাড়া গাঁয়ে চলে যাই। এরপর বড়শি দিয়ে পুকুর পাড়ে ঘণ্টার পর ঘণ্টা মাছ ধরতে আমার খুব ভালো লাগে। এটা তো এক সময় নেশার মতো ছিল!
প্রায় যেতাম মাছ ধরতে। আর হুমায়ূন আহমেদ স্যার যখন বেঁচে ছিলেন তখন এটা বেশি করতাম। স্যার এবং আমি দু`জনেই বড়শি দিয়ে মাছ ধরতাম।’
মাছ ধরতে যাওয়ার সময় রিয়াজের বেশভূষা থাকে একেবারেই অন্যরকম। এসময় তিনি ফোর কোয়ার্ডার প্যান্ট পরেন সঙ্গে টি-শার্ট, হাতে গ্লাভস, মাথায় ক্যাপ আর চোখে সানগ্লাস থাকে। এছাড়া বড়শির সুতা আর মাছ ধরার টোপ সবকিছুই পরখ করে নেন।
রিয়াজ বলেন, ‘আয়োজন করে মাছ ধরার মজাই আলাদা। এটা আমার কাছে ছোটখাটো একটা উৎসবের মত মনে হয়। সেজন্য মাছ ধরতে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে বের হই। অনেক সময় পুকুর পাড়ে তাঁবু ফেলে, চেয়ার-টেবিলে পেতে রীতিমত উৎসব মুখর পরিবেশে মাছ ধরি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন