মাজারগুলোতে যেভাবে চলছে নারী ও মাদকের রঙ লীলা (ভিডিওসহ)
মাজার পবিত্র স্থান। ধর্মপ্রান ব্যক্তিরা মাজার জিয়ারত করেন এবং সেখানে দান করেন। কিন্তু একি চলছে মাজারগুলোতে ? দানের টাকা পয়সা যাচ্ছে কোথায়? বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সারা দেশে বিভিন্নস্থানে, বিভিন্নভাবে চলছে টাকা আয় করার এক অসুস্থ প্রতিযোগীতা । আর এ অনৈতিক কাজগুলো থেকে রক্ষা পাচ্ছেনা মাজারগুলোসহ নাম না জানা অনেক পীরের মাজারগুলোও। যেখানে প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় চলছে নারী ও মাদকের রঙ লীলা। সম্প্রতি দেশের একটি শীর্ষ স্থানীয় বেসরকারি টিভি চ্যানেল এটার উপরে বিস্তারিত অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশ করেছেঃ দেশের নানা স্থানে ছড়িয়ে থাকা মাজারগুলোতে চলছে এই সকল নীতিহীন কর্মকান্ড। সারা দেশের মাজারগুলোর চিত্র তুলে ধরা সম্ভব নয় বিধায় এ অনুসন্ধান প্রতিবেদনটি শুধু মাত্র ঢাকায় অবস্থিত মাজারগুলোর ভয়ানক প্রতারণার চিত্র তুলে ধরা হয়েছে।
রাজধানী ঢাকার গুলিস্তান, মিরপুর, মতিঝিল, মোহাম্মদপুর, টংগীসহ আরো বেশ কয়েকটি স্থানে অবস্থিত মাজার গুলোর ভিতরের প্রতারনার চিত্র এই প্রতিবেদনে সরেজমিনে তুলে ধরা হয়েছে। রাজধানী ঢাকাতে অবস্থিত বেশির ভাগ মাজারই পীরদের আসল কোন নাম নেই, এছাড়া সেখানে পীর কবে অথবা সত্যিকার অর্থে কোনদিন সমাহিত হয়েছিলে এই ধরনের তথ্যের সঠিক উত্তর কারো জানা নেই আর তাই এই সুযোগে চলছে টাকা হাতিয়ে নেয়ার অভিনব প্রতারনার ব্যবসা। এছাড়া রাজধানী ঢাকার বেশির ভাগ মাজার দেখা যায় বিভিন্ন রাস্তার মোড়ে অবস্থিত, কিন্তু মাজার কেন মোড়ে অবস্থিত তারও সঠিক কারণ উঠে এসেছে বিস্তারিত প্রতিবেদনে।
এই প্রতিবেদনে আরো উল্লেখ রয়েছে যে একই পীরের নামে ৫/৬টি স্থানে প্রতারকরা অর্থ হাতিয়ে নেয়া উদ্দেশ্যে মাজার গড়ে তুলেছে। এসব স্থানে তথাকথিত পীরকে সমাহিত করার জায়গাও স্পষ্ট করে দেখানো হয়েছে। আর এখানে এসে ওইসব পীরের ভক্তরা পাপ থেকে মুক্তির আশায় (অনেকটা খ্রীষ্টানদের ক্যাথলক পোপ সিস্টেমের মতো) টাকা পয়সা দিচ্ছেন কিন্তু কিভাবে ভক্তদের দেয়া বিপুল টাকা-পয়সা মাজারের দায়িত্বে থাকা অসাধু ব্যক্তিদের দ্বারা বেহাত হয়ে প্রতারক চক্রের পকেটে যাচ্ছে সেটাও প্রতিবেদনে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া হয়েছে।
এছাড়াও মাজারগুলোতে যেখানে শুধুমাত্র কবর জিয়ারত এবং দোয়া করার কথা সেখানে অনেক মাজারে চলছে নারী ও নেশার রমরমা ব্যবসাসহ শিশু ফকির দিয়ে হাত দেখার মতো অনৈতিক কর্মকান্ড। প্রতিবেদনে দেখা যায় নারী-পুরুষ একত্রে বসে প্রশাসনের চোখের সামনে গাজাসহ নেশাজাতীয় দ্রব্য সেবন করছে কাউকে কেয়ার না করেই। মাজারগুলোকে ঘিরে যে কতধরনের প্রতারনা সংঘটিত হয় এবং দেশ বিদেশ থেকে যারা ওই সব মাজারে যারা দান করেন, সেই দান কোথায় হাপিস হয়ে যায় সেটাও এই প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
মাজারগুলোকে ঘিরে নারী ও মাদকের রঙ লীলা নিয়ে ভিডিও দেখুনঃ
https://youtu.be/t2uo6cMeqfI
এই সংক্রান্ত আরো সংবাদ
হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল।বিস্তারিত পড়ুন
রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬
রাজধানীর যাত্রাবাড়ীর শনিআখড়া ও ধনিয়া এলাকায় ৬ জন গুলিবিদ্ধ হয়েছে।বিস্তারিত পড়ুন
বিমানের লাগেজ থেকে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
৪ কেজি ৪২০ গ্রাম স্বর্ণের বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরবিস্তারিত পড়ুন