শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাঠে টাইগাররা ফুটবল নিয়ে

দীর্ঘ সময় সূর্যের দেখা না মিললে রোদের জন্য তৃষিত থাকে মন। রোদের জন্য তখন মনে জাগে রোমাঞ্চ ও কৌতূহল। আগের দুই দিনের টানা বৃষ্টির পর কাল কড়কড়ে রোদ উঠল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আকাশে। তাতে কী, দিনের খেলা যে তার আগেই বাতিল! তখনো মাঠে যাঁরা ছিলেন, সেই রোদের দিকে তাকিয়ে থাকলেন বিস্ময় নিয়ে। সঙ্গে কৌতূহল, এমন উজ্জ্বল রোদেলা বিকেলেও কেন হচ্ছে না খেলা? আম্পায়াররাই বা কেন অত তাড়াতাড়ি দিনের খেলা বাতিল করে ফিরে গেলেন হোটেলে!

দ্বিতীয় পর্যবেক্ষণের পর দুপুর ১টা ৫ মিনিটে ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা বাতিল হয়ে যায়, ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে দুই দলও ফিরে যায় হোটেলে। অথচ এর ঘণ্টা দেড়েক পর শেরেবাংলা স্টেডিয়াম ঝলমল করে উঠল রোদে। মাঠ থেকে তুলে ফেলা হলো সব আচ্ছাদন। আবহাওয়ার এই রূপ দিনের বাকি সময়ে আর বদলায়নি। আসেনি বৃষ্টিও।

দিনের প্রায় পাঁচ ঘণ্টা বাকি থাকতে খেলা বাতিল করা নিয়ে প্রশ্নটা উঠছে এ কারণেই। নিয়ম অনুযায়ী দিন শেষ হওয়ার নির্ধারিত সময় ৪টা ৩০ মিনিটের পর প্রয়োজনে আরও এক ঘণ্টা খেলা চালাতে পারেন আম্পায়াররা। চাইলে তাঁরা আরেকটু অপেক্ষা করে দেখতে পারতেন আবহাওয়ার মতিগতি। ঢাকা টেস্ট তখন হয়তো কাল বেলা ৩টার পর কিছু হলেও ক্রিকেট দেখতে পারত। আম্পায়ারদের ‘তাড়াহুড়ায়’ সেটা আর হলো না!

অতটা সময় হাতে রেখে খেলা বাতিলের কারণ খুঁজতে গিয়ে পাওয়া গেল কয়েক রকম তথ্য। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘মাঠ পর্যবেক্ষণের সময় আচ্ছাদনের বাইরে থাকা অংশের মাটি নরম পেয়েছেন আম্পায়াররা। তাঁদের মনে হয়েছে দিনের বাকি সময়েও ওসব অংশ খেলা চালানোর উপযোগী হতো না। তা ছাড়া পরবর্তী সময়ের আবহাওয়ার পূর্বাভাসও তাঁরা মাথায় রেখেছিলেন। আমাদের এমনই জানানো হয়েছে।’

তার মানে বৃষ্টির সময় পুরো মাঠ ঢাকা থাকলে কাল বিকেলে খেলা হতে পারত। পর্যাপ্ত আচ্ছাদন থাকার পরও সেটি কেন করা হলো না? আইসিসির আচরণবিধির কারণে এসব নিয়ে কথা বলা নিষেধ আম্পায়ারদের। আর বিসিবির আচরণবিধিতে মুখ বন্ধ কিউরেটর গামিনি ডি সিলভারও। তবে বিসিবির একটি সূত্রে জানা গেছে, দ্বিতীয়বার মাঠ পর্যবেক্ষণের সময় আম্পায়ারদের নাকি কিউরেটর বলেছেন, আগে মাঠ বাঁচাতে হবে, তারপর খেলা।

টেস্টের প্রথম দিন সন্ধ্যা থেকে টানা প্রায় তিন দিন আচ্ছাদনের নিচে থাকায় মাঠের ঘাসের রং যে নষ্ট হয়ে গেছে, প্রেসবক্স থেকেও তা বোঝা যাচ্ছিল। সবুজ ঘাস হয়ে গেছে হলদেটে। অনেক জায়গার ঘাস মরেও গেছে। কাল বৃষ্টির সময় তাই শুধু আটটি উইকেট ও এর আশপাশ এবং রানআপের অংশ আচ্ছাদনে ঢাকা হয়। বাকি মাঠ রাখা হয় উন্মুক্ত। বৃষ্টির পানিতে সে কারণেই খেলার অনুপযোগী হয়ে পড়ে মাঠের ওই সব এলাকা।

দীর্ঘ সময় আচ্ছাদনের নিচে থাকায় মাঠের অনেক জায়গা নাকি আর্দ্রও হয়ে উঠেছিল। এ অবস্থায় কিউরেটরের কাছে খেলার চেয়ে মাঠ বাঁচানোটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এমনকি আম্পায়ারদের গামিনি এও জানিয়ে দেন, বিকেলে বা রাতে আবার বৃষ্টি এলেও পুরো মাঠ ঢাকা হবে না। তার মানে কাল রাতে বা আজ সকালে বৃষ্টি হলে খেলা হওয়ার সম্ভাবনা নেই টেস্টের শেষ দিনেও। ওই পরিস্থিতিতে ম্যাচ বাতিল হয়ে যাবে আজ সকাল সকালই। ‘আগে মাঠ, তারপর খেলা’ তত্ত্বে আম্পায়াররাও নাকি একমত হয়েছেন গামিনির সঙ্গে। প্রায় অর্ধেক সময় বাকি থাকলেও সে কারণেই বাতিল হয়ে গেল চতুর্থ দিনের খেলা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের

ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন

আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭

চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন

খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন

  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি
  • আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত, জানালেন মহাসচিব
  • বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে যে অভিজ্ঞতা হলো অমিতাভ রেজার
  • চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা