মাঠে ফেরার লড়াইয়ে মুস্তাফিজ

প্রায় তিন সপ্তাহ ধরে তিনি মাঠের বাইরে। এশিয়া কাপের ফাইনালে খেলতে পারেননি, খেলেননি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষেও। তবে পাঁজরের চোটকে পেছনে ফেলে মুস্তাফিজুর রহমান প্রায় সুস্থ। আগামী সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে এই প্রতিভাবান বাঁ-হাতি পেসারের খেলার জোরালো সম্ভাবনা।
বৃহস্পতিবার বেঙ্গালুরুতে পৌঁছালেও প্র্যাকটিস করেনি বাংলাদেশ দল। শুক্রবার সকালেই চিন্নাস্বামী স্টেডিয়ামে বল হাতে নেমে পড়েছেন মুস্তাফিজ। বোলিং কোচ হিথ স্ট্রিক, ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল ও ফিজিও বায়েজিদুল ইসলামের সামনে নেটে বোলিং করেছেন তিনি।
পুরো চার ওভার পূর্ণ গতিতে বল করা মুস্তাফিজকে নিয়ে আশাবাদী হিথ স্ট্রিক। সংবাদমাধ্যমকে বাংলাদেশের বোলিং কোচ বলেছেন, ‘প্রায় পুরো গতিতে বল করেছে মুস্তাফিজ। ওর ব্যথা বা অস্বস্তি কোনোটাই নেই। সবকিছুই ঠিকঠাক আছে। আমরা চেষ্টা করছি অস্ট্রেলিয়া ম্যাচের জন্য তাকে প্রস্তুত করে তুলতে।’
ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল আর গত বুধবার পাকিস্তান ম্যাচে মুস্তাফিজের অনুপস্থিতি ভীষণ ভুগিয়েছিল মাশরাফির দলকে। পাকিস্তানের বিপক্ষে অবশ্য ‘কাটার-মাস্টারে’র খেলার কথা শোনা গিয়েছিল। তবে কোনোরকম ঝুঁকি না নিয়ে সেদিন মুস্তাফিজকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশ্য বাংলাদেশের সেরা পেসারের খেলার সম্ভাবনা উজ্জ্বল। যদিও সিদ্ধান্তটা নেওয়া হবে ম্যাচ শুরু হওয়ার আগে।
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন