মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ক্রিকেটার শাওন

দেশের মাটিতে আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে অনুশীলনে মাথায় আঘাত পেয়েছেন বাংলাদেশ যুবদলের ক্রিকেটার সালেহ আহমেদ শাওন গাজী। এরপরই তাকে পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
অনূর্ধ্ব-১৯ দলের কোচ মিজানুল রহমান জানান, চট্টগ্রামে অনুশীলনের সময় কট অ্যান্ড বোল্ড করতে গিয়ে মাথায় চোট পান শাওন। এরপরই তাকে স্থানীয় ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার সিটি স্ক্যান করা হয়েছে। চোট তেমন গুরুতর নয় বলেও তিনি জানান।
হাসপাতালের মেডিকেল অফিসার শাওন বড়ুয়া জানান, শাওন গাজীর অবস্থা স্বাভাবিক আছে। পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে শেষ হওয়া সিরিজে প্রথম ম্যাচে ২৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন শাওন। এরপর দ্বিতীয় ম্যাচে ১৯ রানে নিয়েছিলেন ৩ উইকেট। তবে তৃতীয় ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শিরোপাধারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ ঊনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন