মাথা গরম করে কি সত্যিই এমন কাণ্ড ঘটিয়েছিলেন ক্যাটরিনা?

জনৈক চিত্রসাংবাদিকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার হুমকি দিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। কিন্তু সেই অভিযোগ কি আদৌ সত্য?
দিনকয়েক আগের ঘটনা। ‘‘মহেঞ্জো দারো’’-র শ্যুটিংয়ে এক চিত্রসাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল হৃতিক রোশনের বিরুদ্ধে। অভিযোগ ছিল, ‘‘মহেঞ্জো দারো’’-য় হৃতিকের লুক কেমন হতে চলেছে, তা ফাঁস করে দিতে চেয়েছিলেন ওই চিত্রসাংবাদিক। তাই হৃতিকের মাথা গরম হওয়ার একটি যুক্তি পাওয়া যায়।
কিন্তু ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে অভিযোগ, একপ্রকার বিনাকারণেই এক চিত্রসাংবাদিকের উপরে প্রবল চটে গিয়েছেন ক্যাটরিনা কাইফ। বলা হচ্ছে, কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার স্টুডিও থেকে বেরনোর পরে তাঁর ছবি তোলেন এক চিত্রসাংবাদিক। স্রেফ এইটুকু ঘটনায় চটে যান ক্যাটরিনা। তিনি নাকি সটান হেঁটে গিয়ে ওই চিত্রসাংবাদিকের কাছে গিয়ে তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করার হুমকি দেন।
যদিও ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্রের দাবি, পুরো বিষয়টি অযথা বড় করে দেখানো হচ্ছে। মিথ্যা খবর প্রকাশিত হয়েছে। স্টুডিওর বাইরে অপেক্ষমাণ সংবাদমাধ্যম দেখে ক্যাটরিনা বিন্দুমাত্র বিরক্ত হননি। উল্টে তিনি এগিয়ে গিয়ে মিডিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন। তাঁর গাড়ির চালক সাংবাদিকদের সরে যেতে অনুরোধ করেন কারণ গাড়ি বের করতে অসুবিধে হচ্ছিল।-এবেলা
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন