মাশরাফিদের হালকাভাবে নিচ্ছে না ধোনিরা

২০০৯ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে চারটি টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছে ভারত। এর মধ্যে সাম্প্রতিক সময়েই খেলেছে দুটি ম্যাচ। এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটের উদ্বোধনী ম্যাচে ও ফাইনালে টাইগারদের মুখোমুখি হয়েঠে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারত। সবগুলো ম্যাচের জয় পেয়েছে ভারত।
বিশ্বকাপের মূল পর্বের দুটি ম্যাচে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে জিতলে হয়তো গাণিতিক কিছু সম্ভাবনা থাকবে। এভাবে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বাংলাদেশকেও হালকাভাবে নিচ্ছে না ভারতীয় শিবির।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে ভারতীয় প্রতিনিধি হয়ে এসেছিলেন ৩৬ বছর বয়সী বাঁহাতি পেসার আশিষ নেহরা। তিনি বলেন, ‘সবাই জানে বাংলাদেশ খুব ভালো করছে। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে খেলেছে তারা। গত ২-৩ বছরে বাংলাদেশের ক্রিকেট যেভাবে এগিয়েছে, সেটা অসাধারণ। বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই। বাংলাদেশকে হারাতে গেলে আমাদের পুরোটা দিয়েই খেলতে হবে। বাংলাদেশ যেভাবে খেলছে, বিশ্ব ক্রিকেটের জন্যও এটা দারুণ ব্যাপার।’
তামিম ইকবাল ও মুস্তাফিজের প্রশংসা করতে গিয়ে নেহরা বলেন, ‘বাংলাদেশ খুব ভালো করছে। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে। তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমানের মতো দারুণ সব ক্রিকেটার বেরিয়ে এসেছে! ওরা আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল খেলছে। বাংলাদেশ যেভাবে খেলছে এটা শুধু তাদের জন্যই নয়, বিশ্ব ক্রিকেটের জন্যও ভালো।’
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন