রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাশরাফির কাছে কৃতজ্ঞ মাহমুদউল্লাহ

২০০৯ সালের জুলাই মাস। ২৪ ওয়ানডে খেলে ফেলা মাহমুদউল্লাহ রিয়াদ সেদিনই টেস্ট ক্যাপ হাতে পান। অধিনায়ক ছিলেন মাশরাফি বিন মুর্তজা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ খেলতে যাওয়ার পথে ঢাকায় বিমানবন্দরে মাশরাফি দলের ক্রিকেটারদের একটি করে খাম দেন। যার ভিতরে ছিল একটি চিঠি।

টেস্ট অভিষেকের আগে মাশরাফির কাছ থেকে পাওয়া চিঠিতে অনুপ্রাণিত হন মাহমুদউল্লাহ। বুকের বোঝা হালকা হয়ে যায়। দীর্ঘ ছয় বছর পর সোমবার সেই চিঠির জন্য মাশরাফিকে ধন্যবাদ জানিয়েছেন মাহমুদউল্লাহ।

সোমবার মাশরাফিকে নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়ের লেখা বইটির নাম ‘মাশরাফি’। বইয়ের মোড়ক উন্মোচনের এই অনুষ্ঠানে সেদিনের স্মৃতিচারণ করে মাহমুদউল্লাহ বলেন, ‘মাশরাফি ভাই সম্পর্কে যতই বলব ততই কম হয়ে যাবে। একটি ঘটনার কথা বলি যেটার কারণে আমি সারাজীবন ওনার প্রতি কৃতজ্ঞ থাকব। ওনি প্রথম অধিনায়কের দায়িত্ব পান ওয়েস্ট ইন্ডিজ সফরে। আমরা যখন বিমানবন্দরে তখন উনি ব্যক্তিগত উদ্যোগে সবাইকে একটি করে খাম দেন। আমরা তখন বিমানবন্দরের লাউঞ্জে বসা ছিলাম। ওই খামটায় একটি চিঠি ছিল। সবার তখন কেমন লেগেছিল তা বলতে পারিনা। তবে আমার জন্য ওই চিঠিটি ছিল অনেক বড় কিছু। আমি খুব মনোযোগ দিয়ে চিঠিটা পড়েছিলাম। ওই চিঠিতে যা লিখা ছিল তা আমাকে প্রফুল্লিত করেছিল, আত্মবিশ্বাস জুগিয়েছিল। ওই চিঠি পেয়েছি আজ থেকে প্রায় ছয় বছর আগে। কিন্তু এখন পর্যন্ত তাকে (মাশরাফি) ধন্যবাদ দেওয়া হয়নি। আজ এ মঞ্চে মাশরাফি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

মাশরাফির চিঠিতে আত্মবিশ্বাস জুগিয়ে নিজের অভিষেক টেস্টে দারুণ করেছিলেন মাহমুদউল্লাহ। ব্যাট হাতে দ্যুতি ছড়াতে না পারলেও বল হাতে জয়ী টেস্টে নিয়েছিলেন ৮ উইকেট।

মাশরাফির হাত ধরে বাংলাদেশ দল সামনে এগিয়ে যাবে সেই প্রত্যয় ব্যক্ত করে মাহমুদউল্লাহ বলেন, ‘মাশরাফি ভাই জীবনে অনেক কিছুই মিস করেছেন বিভিন্ন কারণে। এর মধ্যে ২০১১ বিশ্বকাপও উনি খেলতে পারেননি। উনাকে না পেয়ে আমাদেরও খুব খারাপ লেগেছিল। কিন্তু আমার মনে হয় ওই বিশ্বকাপের থেকেও বড় অনেক সাফল্য এখন আল্লাহ ওনাকে দিচ্ছেন। যার কারণে আজ মাশরাফি ভাই এখানে। দোয়া করি এবং মন থেকে চাচ্ছি যতদিন উনি খেলে যাবেন যেন সুস্থ থেকে খেলে যান। বাংলাদেশকে আরো সাফল্য এনে দেন।’

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি