মাশরাফির জীবনের স্মরনীয় দিন আজ ……
২০০৬ সালের এই দিনেই ওয়ানডে ক্রিকেটে ক্যারিয়ারের সেরা বোলিং করেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নাইরোবিতে মাত্র ২৬ রানে ৬ উইকেটে নিয়ে স্বাগতিক কেনিয়াকে ১১৮ রানে গুড়িয়ে দিয়েছিলেন তিনি।
৬ উইকেটে ম্যাচটা জিতেছিল সফরকারী বাংলাদেশ। সঙ্গে সিরিজও। ম্যান অব দ্য ম্যাচের পাশাপাশি সিরিজ সেরাও হয়েছিলেন মাশরাফি। ২৬ রানে ৬ উইকেট। এটা শুধু মাশরাফির ক্যারিয়ার সেরা বোলিং ফিগার নয়, বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসেরও এটা সেরা। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এ পর্যন্ত তিনবার ৬ উইকেট পাওয়ার নজীর আছে। যার শুরু মাশরাফিকে দিয়ে।
এরপর ২০১৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডকে ১৬২ রানে বিধ্বস্ত করেছিল রুবেল হোসেনের বোলিং। রুবেলও ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন। কিন্তু রুবেল ২৬ রান দিয়েছিলেন ৫.৫ ওভারে। আর মাশরাফি ২৬ রান দিয়েছিলেন ১০ ওভারে।
মানে ওভার প্রতি রান দেওয়ার ক্ষেত্রে রুবেলের চেয়ে এগিয়ে মাশরাফি। তাই মাশরাফির্ এ বোলিং ফিগারটাই বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা হয়ে আছে।
বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে ৬ উইকেট পাওয়ার শেষ দৃষ্টান্তটা গড়েন মুস্তাফিজুর রহমান।চলতি বছরের ২১ জুন মিরপুরে ভারতের বিপক্ষে ৪৩ রানে ৬ উইকেট নেন তিনি। ২০০ রানে গুটিয়ে যাওয়া ভারত হেরে যায় ৬ উইকেটে। ম্যাচ সেরা হন মুস্তাফিজুর রহমান।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন