মাহিকে টপকে এগোচ্ছেন ফারিয়া…
মাহিয়া মাহী-নুসরাত ফারিয়া। একজন এরই মধ্যে শক্ত অবস্থান করে ফেলেছেন ঢালিউডে। তার নামেই হলের সামনে টিকিটের জন্য হাজার যুবকের লাইন ধরে। আর অন্যজন একেবারেই নবাগত।
কিন্তু সেই নবাগত ফারিয়াই নাকি এবার টক্কর দিচ্ছেন মাহিয়া মাহীকে। বিশেষ করে ‘আশিকি’ ছবির টাইটেল গানটি ইউটিউবে প্রকাশ পাবার পর আরও নড়েচড়ে বসেছেন সবাই। অনেকেই বলছেন, এই মেয়েই পারবে মাহীকে টক্কর দিতে। কারণ এ ছবিতেই মাহীকে বাদ দিয়ে নেওয়া হয়েছিল ফারিয়াকে।
জাজ মাল্টিমিডিয়ার আগের সব ছবিতেই তো মাহিয়া মাহির একচ্ছত্র আধিপত্য ছিলো। তিনিই ছিলেন প্রতিষ্ঠানটির অঘোষিত একক নায়িকা। মাসকয়েক আগে মাহী-জাজ সংক্রান্ত যে কাণ্ড ঘটলো, সেটা সবাই জানে। প্রসঙ্গটা পুরনোও। কিন্তু ‘আশিকী’তে ফারিয়ার অভিনয়কে কেন্দ্র করে, ওই পুরনো প্রসঙ্গই তরতাজা হয়ে সামনে আসছে বারবার।
অনেকে বলছেন, মাহী এখনও থাকলে ফারিয়ার নায়িকা হয়ে ওঠা কঠিনই ছিলো। অনেকে তো এ হিসেব করতেও নেমে পড়েছেন যে, মাহীর বিকল্প হিসেবে ফারিয়া কতোখানি সফল হতে পারবেন!
এ প্রসঙ্গে ফারিয়া বলেন, আমি আসলে এসব ক্যাচালে যেতে চাই না। ক্যাচালে বিশ্বাসীও না। আমি এখানে এসেছি কাজ করার জন্য। কিছু ভালো কাজ করার জন্য। কারও বিকল্প হিসেবে আসিনি।
তিনি বলেন, তিনি (মাহী) যখন কাজ করছিলেন, তখনও আমি কাজই করছিলাম। এমন না যে, শোবিজে আমি নতুন একটা মেয়ে, আমাকে পরিচিত করে দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। তা কিন্তু না। তারা আমাকে নতুন একটা প্ল্যাটফর্ম দিয়েছে। নতুন একটা ক্যারেক্টার দিয়েছে। আমি কিন্তু আমার জায়গায়…।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন