মায়ের নির্দেশে ৪ বছর ধরে বোনকে ধর্ষণ করেছে দুই ভাই
পরিবারের স্বপ্ন তো আমরা সকলেই দেখি। কিন্তু এই পৃথিবীর বুকে এমন নারকীয় পরিবারও যে থাকতে পারে, তা জানতেন কি? যেখানে মা তার দুই ছেলেকে দিয়ে দুই মেয়েকে গত চার বছর ধরে নিয়মিত ধর্ষণ করতে বাধ্য করে।
মায়ের নির্দেশে তাদেরই দুই ভাই গত তিন বছর ধরে তাদের ধর্ষণ করে গিয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ জানাল ধর্ষিতা দুই বোন। চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতে দুই ভাই ও তাদের ৫৩ বছর বয়সি মাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।
ভারতের মুম্বাইয়ে ১২ বাই ১২ দুটের বস্তিতে বাস এ পরিবারের। ওয়াডালার সেই মায়ের দুই ছেলের বয়স ১৯ ও ২১। তাদের দুই বোন। বয়স যথাক্রমে ১১ ও ১৬। ফুলের মতো নিজের দুই মেয়েকে জোর করে ধর্ষণ করত তাদের দাদারা।
নির্দেশ দিতেন মা। এমনটাই প্রাথমিক তদন্তে অনুমান ওয়াদালা ট্রাক টার্মিনাল থানার সিনিয়র ইনসপেক্টর সুহাস গারুদের। মেয়েদুটির মা তাদের ভাইদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে বাধ্য করেছেন। তাছাড়া তিনিও মেয়েদের ওপর অত্যাচার করতেন, সেকথা যেন কাউকে না জানায়, সেজন্য ভয় দেখিয়ে হুমকিও দিতেন ওদের।
যৌন নিগ্রহ থেকে নাবালক সুরক্ষা আইন ও ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ অনুচ্ছেদের আওতায় মামলা রুজু করা হয়েছে ভাইদের বিরুদ্ধে।মায়ের বিরুদ্ধে ধর্ষণে প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এদিন তিনজনকেই ২৭ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত। সূত্র : কলকাতা ২৪।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন