মা হওয়ার খবর নিশ্চয় সবাইকে জানাব : কারিনা

পতৌদি পরিবারে নাকি নতুন অতিথি আসতে চলেছে? সাইফ-কারিনার সংসারে আসছে নতুন অতিথি—এমন গুজব সম্প্রতি ছড়িয়ে পড়েছে বিভিন্ন গণমাধ্যমে! এমন গুজব কিন্তু এমনি এমনি ছড়ায়নি। সত্যতা কিছুটা আছে এই গুজবের। সেটা হলো বান্দ্রার একটি হাসপাতালে সম্প্রতি নাকি সোনোগ্রাফি করাতে এসেছিলেন পতৌদি পরিবারের পুত্রবধূ কারিনা কাপুর খান। আর তাতেই দুয়ে দুয়ে চার করছেন অনেকে। তাহলে কি সত্যিই মা হতে চলেছেন কারিনা?
কারিনা মা হতে যাচ্ছেন—এই গুঞ্জন এখন বলিউডপাড়া ছাড়িয়ে রীতিমতো হানা দিয়েছে ভারতীয় মিডিয়ায়ও। আর কারিনার মা হওয়ার এই গুঞ্জনের পারদ আরো চড়েছে সম্প্রতি কারিনার বেশ কিছু কর্মকাণ্ডে। সম্প্রতি একের পর এক ছবির অফার ফিরিয়ে দিচ্ছেন কারিনা। বাড়ি থেকেও নাকি বাইরে বের হতে খুব একটা বেশি দেখা যাচ্ছে না কারিনাকে। ভারতে আসছেন প্রিন্স উইলিয়াম ও কেট, তাঁদের সঙ্গে ডিনারে যাওয়ার ক্ষেত্রেও নাকি অনিচ্ছা প্রকাশ করেছেন সাইফ-ঘরণী। ফলে কারিনার মা হওয়ার সম্ভাবনাকে মোটেই উড়িয়ে দিতে চাইছেন না তাঁর ভক্তরা। এরই মধ্যে চারদিকে চাউর হয়ে গেছে এ খবর।
অন্যদিকে, কারিনার ঘনিষ্ঠ মহল নাকি কারিনার মা হওয়ার কথা স্বীকার করে নিয়েছে। তবে এখনই কারিনা তাঁর মা হওয়ার খবর বাইরে প্রকাশ করতে চাইছেন না বলেও অনেকে মনে করছেন। ফলে গুঞ্জনের পারদ চড়ছে। তবে প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছেন কারিনা। তিনি বলেন, ‘এসব বাজে খবর। আরো দুই বছর পর আমি আর সাইফ আমাদের পরিবার বাড়ানোর কথা ভাবব। তার আগে এসব নিয়ে ভাবছি না। আর মা হওয়ার খবর আমি নিশ্চয়ই সবাইকে জানাব। মোটেই লুকিয়ে রাখব না।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন