মা হারালেন বিখ্যাত অভিনেত্রী জেনিফার

মা হারালেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী ও ‘ফ্রেন্ডস’ খ্যাত তারকা জেনিফার অ্যানিস্টন। তার মা ন্যানসি ডোও একজন অভিনেত্রী ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে হলিউড।
‘ফ্রেন্ডস’ খ্যাত তারকা অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের মা ন্যানসি ডো মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। এমনটা জানিয়ে তার মেয়ে অভিনেত্রী জেনিফার বলেন, এটা আমাদের জন্য খুবই শোকের দিন। আমি ও আমার ভাই জন মেলিক পরিবারের পক্ষ থেকে মায়ের মৃত্যুর খবর জানাচ্ছি।
জেনিফার এও জানালেন যে তার মা ন্যানসি ডো দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন। তবে কী রোগে তিনি আক্রান্ত ছিলেন তা সংবাদ মাধ্যমে বলতে রাজি হননি জেনিফার।
অন্যদিকে টাচ ম্যাগাজিনের ভাষ্যমত, দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন ন্যানসি ডো। এরইমধ্যে এই অভিনেত্রীর একাধিকবার স্ট্রোক হয়েছে। যার ফলে তিনি হাঁটাচলা ও কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলেন। যদিও এসব প্রশ্নের কোনো উত্তর দেননি জেনিফার।
উল্লেখ্য, হলিউডের বিখ্যাত অভিনেতা ব্র্যাট পিটের সঙ্গে পাঁচ বছর সংসার করার পর ২০০৫ সালে ছাড়াছাড়ি হয়ে যায় জেনিফারের। বর্তমানে জাস্টিস থেরক্স-এর সঙ্গে সংসার যাপন করছেন জেনিফার অ্যানিস্টন। ২০১৫ সালে থেরক্সকে বিয়ে করেন জেনিফার।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন