মিলার ঝড়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ সাউথ আফ্রিকার
মিলার ঝড়ে দুই ম্যাচে হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা।
ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের জোড়া শতকে ৩৭১ রানের বিশাল টার্গেট দাঁড় করানো অজিদের বিপক্ষে ব্যাট নেমে সাউথ আফ্রিকা চার বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
এ জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেলো ফাফ ডু প্লেসির দল। ওয়ানডে ক্রিকেটে এর চেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড আছে মাত্র আর একটি। ২০০৬ সালে জোহানেসবার্গের ওই ম্যাচে অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ৪৩৫ রান তাড়া করে জয় তুলে নিয়েছিলো সাউথ আফ্রিকা।
এর আগে, ম্যাচের শুরুতে প্রথমে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথের ১১৭ এবং ১০৮ রাতে স্বাগতিকদের সামনে ৩৭১ রানের বিশাল টার্গেট দাঁড় করায় অস্ট্রেলিয়া।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক ক্রিকেট খেলা সাউথ আফ্রিকা চার বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায়। ‘কিলার’ মিলার ৭৯ বলে অপরাজিত থাকেন তিনি ১১৮ রানে। ম্যাচ সেরা নির্বাচিত হন ডেভিড মিলার।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন