বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মিয়ানমার থেকে ফিরল ১০৩ বালাদেশি

কক্সবাজার: মিয়ানমার থেকে ফিরল ১০৩ বাংলাদেশি। পতাকা বৈঠক শেষে বাংলাদেশের ২১ জনের প্রতিনিধি দল দুপুর ১ টায় ঘুমধুম সীমান্ত দিয়ে ১০৩ জনকে নিয়ে ফেরৎ আসে।

মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসী প্রত্যাশীদের মধ্যে ষষ্ঠ দফায় ১০৩ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হল।

সোমবার সকাল সাড়ে ১০টায় বিজিবি কক্সবাজার ১৭ ব্যাটলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকারের নেতৃত্বে বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ডাক্তারের সমন্বয়ে গঠিত বাংলাদেশের ২১ জনের একটি প্রতিনিধি দল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারে পৌঁছেন।
সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টের বিপরীতে মিয়ানমারের ঢেঁকিবনিয়ায় বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পতাকা বৈঠক শেষে শনাক্ত হওয়া ১০৩ জনকে বাংলাদেশি প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশি প্রতিনিধি দলে পর্যবেক্ষক ছিলেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এম আনিসুর রহমান।

বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল এম আনিসুর রহমান জানান, সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টের বিপরীতে মিয়ানমারের ঢেঁকিবনিয়ায় বাংলাদেশের ২১ জনের প্রতিনিধি দলের সঙ্গে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে শনাক্ত হওয়া ১০৩ বাংলাদেশিকে ফেরত দেয়া হয়েছে। পতাকা বৈঠকে মিয়ানমারের প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ত দেন মিয়ানমার ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রি ডিপার্টমেন্ট পরিচালক ইউ স নাইং।

বিজিবির এ কর্মকর্তা জানান, মিয়ানমারে শনাক্ত হওয়া আরো ৬০ জন বাংলাদেশি রয়েছে। সম্প্রতি সময়ের মধ্যে তাদেরও ফিরিয়ে আনা হবে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানান, মিয়ানমারে পতাকা বৈঠক শেষে ফেরত আনা ১০৩ বাংলাদেশিকে সীমান্তের ঘুমধুম উচ্চ বিদ্যালয় মাঠে এনে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদের মধ্যে ৬ জন অপ্রাপ্ত বয়স্ক রয়েছে। পুলিশের নিয়ন্ত্রণে তাদের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হবে। পুলিশের পক্ষ থেকে তাদের তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ করে দালালদের পরিচয় শনাক্ত করা হবে। অপ্রাপ্ত বয়স্ক ৬ জনকে আদালতের অনুমতি সাপেক্ষে রেডক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যদের নিজ দ্বায়িত্বে বাড়ী পৌছানো হবে। ফেরত আনা ১০৩ জনের খাবার, চিকিৎসা, বাড়ী পৌছানো সহ সবদিক আইওএম বহন করবেন।

আইওএম এর এ কর্মকর্তা জানান, ফেরত আনা ১০৩ জন ১৭ জেলার বাসিন্দা। তৎ মধ্যে বগুড়া জেলার ৩১ জন রয়েছে।

এর আগে ৮ ও ১৯ জুন, ২২ জুলাই, ১০ ও ২৫ আগষ্ট ৫ দফায় শনাক্ত হওয়া ৬২৬ জন বাংলাদেশীকে ফেরত আনা হয়েছে। গত ২১ মে ২০৮ জন ও ২৯ মে ৭২৭ জন অভিবাসি প্রত্যাশীকে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার করেছিল সে দেশের নৌ বাহিনী। এরপর বাংলাদেশী হিসেবে দাবী করা তালিকা নিয়ে কাজ করে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই তালিকায় শনাক্ত হওয়া বাংলাদেশীদের পর্যায়ক্রমে ফেরত আনা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়াদের মধ্যে বাংলাদেশি হিসেবে শনাক্ত হওয়া ৬ষ্ট বারের মতো সোমবার দুপুরে ঘুমধুম সীমান্ত দিয়ে ফেরত আনা ১০৩ জন সহ সর্বমোট ৭২৯ জনকে ফেরত আনা হলো।

এই সংক্রান্ত আরো সংবাদ

গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে

নিউজ ডেস্ক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাবিস্তারিত পড়ুন

বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে

নিউজ ডেস্ক: বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না, সংঘাত-সন্ত্রাসের রাজনীতিতেবিস্তারিত পড়ুন

ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত

নিউজ ডেস্ক : সরকারি ভাতার ২০২৪–২৫ অর্থবছরের প্রথম কিস্তির টাকাবিস্তারিত পড়ুন

  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • আজ যমুনায় তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক
  • হাসনাতকে উপহার পাঠালের রুমিন ফারহানা
  • গাজীপুরে পোশাক শ্রমিকসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
  • শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
  • মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা