মুস্তাফিজকে সতীর্থ হিসেবে পেয়ে খুশি টেলর

সুপার টেনের শেষ ম্যাচে শনিবার কলকাতা ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলে দেন মুস্তাফিজুর রহমান। এদিন তিনি পাঁচ কিউই ব্যাটসম্যানকে বোকা বানিয়েছেন। আর কিছুদিন পর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে মুস্তাফিজের সতীর্থ হবেন রস টেলর। তাই মুস্তাফিজকে সতীর্থ হিসেবে পেয়ে দারুণ খুশি নিউজিল্যান্ডের এই ডানহাতি ব্যাটসম্যান।
খেলা শেষে সংবাদ সম্মেলনে টেলর স্বীকার করেন, প্রথমবারের মতো মুস্তাফিজকে খেলতে যাওয়া যে কারোর জন্য খুব কঠিন একটা কাজ। টেলর বলেন, ‘দেখুন, এই ম্যাচে সে কঠিন সময়ে বল করতে এসে প্রতিবার উইকেট নিয়েছে। আজ খুব ভালো বল করেছে। তার ইউনিক একটা অ্যাকশন আছে। আর সেটা সে খুব স্মার্টলি ব্যবহার করে।’
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলবেন মুস্তাফিজ। এই দলে আছেন রস টেলরও। সাসেক্সে ২০ বছর বয়সী মুস্তাফিজের সঙ্গে খেলার সম্ভাবনায় খুশি কিউই এই ডানহাতি ব্যাটসম্যান, ‘সাক্সেসের জন্য সে সত্যিই খুব ভালো চুক্তি। কিছু দিন পর হয়তো আমরা এক সঙ্গে খেলব।’
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন