মুস্তাফিজকে সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মাননা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশের জন্য গর্ব বয়ে এনেছেন মুস্তাফিজুর রহমান। এমন সাফল্যের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই বিশ্বখ্যাত তরুণ পেসারকে সম্মাননা প্রদান করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২ জুন) ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজকে এই সম্মাননা দেওয়া হয়েছে। পাশাপাশি, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে এক লক্ষ টাকার সম্মাননা স্মারক চেক প্রদান করা হয়েছে।
বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল কাশেম মো. মহিউদ্দিনের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি প্রতিনিধিদল কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে মুস্তাফিজের বাড়িতে উপস্থিত হয়ে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন মুস্তাফিজুর রহমানকে সাতক্ষীরা তথা দেশের গর্ব উল্লেখ করে তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাইনুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিন, মুস্তাফিজুর রহমানের কোচ তপু ও আলতাফ এবং জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক পত্নীসহ মুস্তাফিজের স্বজনরা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন