রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

মুস্তাফিজকে সুরক্ষা দেয়া হবে: পাপন

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর বল হাতে জাদু দেখানো অব্যাহত রেখেছেন বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান। দেশের গণ্ডি পেরিয়ে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপএল) আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। বাঁহাতি এই কাটার মাস্টারের ইনজুরির ব্যাপারে দারুণ সতর্ক রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রয়োজনে মুস্তাফিজকে সুরক্ষা দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে খেলার পর খুব একটা বিশ্রাম নেয়ার সুযোগ পাননি মুস্তাফিজ। বর্তমানে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দ্যুতি ছড়াচ্ছেন বাঁহাতি এই কাটার মাস্টার। সামনেও টানা খেলার মধ্যে থাকতে হবে তাকে। আর তাই দুবাইয়ে হওয়া আইসিসির সভা থেকে ফিরে সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, মুস্তাফিজ যে দলেই খেলুক না কেন, তাকে যথেষ্ট বিশ্রাম দিতে বলবেন তারা।

মুস্তাফিজকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ আখ্যায়িত করে এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বাংলাদেশের জন্যে সে (মুস্তাফিজ) অনেক মূল্যবান। তাই এই সম্পদকে আমরা ইনজুরিতে পড়ে নষ্ট করতে চাই না। সেজন্য আমরা মুস্তাফিজকে সুরক্ষা দেবো।’

বর্তমানে ভারতের আইপিএল খেলছেন মুস্তাফিজ। আইপিএল শেষে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট লিগে খেলার কথা তার। মুস্তাফিজের ইনজুরি নিয়ে শঙ্কিত বিসিবি প্রধান। তাই কাউন্টিতে যাওয়ার আগে কিছু শর্তও জুড়ে দিতে চান তিনি। যাতে মুস্তাফিজের উপর খুব বেশি চাপ পড়ে না যায়।

ইংল্যান্ডে মুস্তাফিজকে পাঠালে, বোর্ড থেকে নির্দেশনা দেয়া থাকবে এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের শর্তগুলো কী হতে পারে আমরা সেটা জানাব। ওর বয়স এখনও অনেক কম। ওর মাসল যেভাবে বিল্ড আপ করার কথা, সেভাবে এখনও হয়নি। আমরা সেটা নিয়ে কাজ করছি। ও যেন চোটে না পড়ে সেটা নিয়েও আমরা কাজ করছি।’

আইপিএল শেষে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট লিগে সাসেক্সের হয়ে খেলার কথা আছে মুস্তাফিজের। আর কাউন্টি ক্রিকেট লিগ সাধারণত বড় দৈর্ঘ্যের হয়ে থাকে। তাই বিসিবির প্রধানের চাওয়া মুস্তাফিজ যেন বড় দৈর্ঘ্যের ম্যাচ না খেলে শুধু ওয়ানডে এবং টি২০ ম্যাচের মধ্যেই যেন থাকে।

এ বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘ও কোথাও বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলুক তা আমরা চাই না। ওয়ানডে ও টি২০ খেলুক কিন্তু ওকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। সে বাংলাদেশের সম্পদ, চোটে ফেলে তাকে নষ্ট করতে চাই না। তাই ওকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। এগুলো নিয়ে আমরা চিন্তা-ভাবনা করছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন

বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন

নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেবিস্তারিত পড়ুন

  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি
  • আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত, জানালেন মহাসচিব
  • বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে যে অভিজ্ঞতা হলো অমিতাভ রেজার
  • চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই প্রথম কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ধানমন্ডিতে রাস্তায় পড়ে থাকা ল্যান্ড ক্রুজারটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের