মুস্তাফিজদের বিপক্ষে কেকেআরের একাদশে ঠাঁই না পাওয়ার ব্যাপারে মুখ খুললেন সাকিব
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) গত বুধবার সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে কোয়ালিফায়ারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স(কেকেআর)। টুর্নামেন্ট থেকে কেকেআরের বিদায় নিশ্চিত হওয়াই শুক্রবার দেশে ফিরে এসেছেন সাকিব।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুস্তাফিজের হায়দারাবাদকে হারিয়েই শেষ দল হিসেবে কোয়ালিফায়ার নিশ্চিত করেছিল কেকেআর। কলকাতার প্রথম লক্ষ্য ছিল কোয়ালিফায়ার খেলা; সেটি পূরণ করলেও নিজের ব্যক্তিগত পারফর্ম নিয়ে সন্তুষ্ট নন সাকিব।
সাকিব আল হাসান বলেন, আমার ব্যক্তিগত দিক থেকে আরও অনেক ভালো করার সুযোগ ছিলো। সব সময় মানুষ যেমন চায় তেমনটা হবে না। সবকিছু মিলিয়ে আমাদের প্রথম লক্ষ্য ছিলো কোয়ালিফাই করা সেরা চারে। সেটা আমরা করতে পেরেছি। দূর্ভাগ্যবশত আমরা ফাইনাল খেলতে পারিনি।
তিনি আরও বলেন, আসলে যে যত ভালোই করুক না কেন সেখানে সন্তুষ্টি আসে না। আসলে ওইরকম ভালো কোন পারফরম্যান্স করিনি, সন্তুষ্ট থাকার মতো। তবে সুযোগ পেলে আমি সব সময়ই চেষ্টা করি ভালো করার। সেদিন সুযোগ পেলেও তাই করতাম।
এই সংক্রান্ত আরো সংবাদ
আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
চেন্নাই টেস্টে ভারতের দেওয়া পাহাড়সম ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতেবিস্তারিত পড়ুন
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন