মুস্তাফিজের জন্মদিন আজ
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এখন একটি জনপ্রিয় নাম মুস্তাফিজুর রহমান। একেবারে বাচ্চা বয়সের ছেলেটি। বয়সে দেখতে বাচ্চা মনে হলে কি হবে, তিনি যখন ধোনি, আফ্রিদি, আমলার মত ব্যাটসম্যানদের সাজঘরে ফেরান তখন নিশ্চয়ই তাকে আর বাচ্চা বলা যায় না।
বর্তমানে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটের অভিষেক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ড মুস্তাফিজের রহমানের। তাছাড়া ওডিআইতে অভিষেক ও তার পরের ম্যাচে ১১ উইকেট নিয়েও নতুন রেকর্ড গড়েছেন সাতক্ষীরার এই যুবক।
শুধু বাংলাদেশ নয়, এখন বিশ্ববাসীর নজরে চলে এসেছেন মুস্তাফিজ। বিশ্বেসেরা ব্যাটসম্যানদের মাথায় এখন চিন্তা ঢুকে গেছে। কীভাবে সামলাবেন মুস্তাফিজের আঘাত, তা নিয়েও চলছে নানা গবেষণা।
ক্রিকেট জগতে হঠাৎ উঠে আসা এই বিস্ময় বালকের জন্মদিন আজ। ১৯৯৫ সালের এইদিনে সাতক্ষীরায় জন্ম হয়েছিলো তার। আজ জীবনের ২০ বছর পূর্ণ করলেন তিনি।
গত ২৪ এপ্রিল ঢাকায় পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। এ পর্যন্ত ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ভার্সনে তিনি নিয়েছেন ৩টি উইকেট।
আর গত ১৮ জুন মিরপুরে ভারতের বিরুদ্ধে ওডিআইতে অভিষেক হয় মুস্তাফিজের। এ পর্যন্ত ৬টি ওডিআই খেলে ১৮টি উইকেট নিয়েছেন তিনি। সাদা পোশাকে গত ২১ জুলাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চট্টগ্রামে মুস্তাফিজের অভিষেক হয়েছিলো। দুটি টেস্টে অংশ নিয়ে তার উইকেট শিকারের সংখ্যা চারটি। –
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন