মুস্তাফিজ অনেকটাই ফিট

ঘরের মাঠে এশিয়া কাপের মাঝপথে চোটে আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে পড়েছিলেন তিনি। পাঁজরের ডান পাশে ব্যথা পাওয়ায় বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে একটি ম্যাচও খেলতে পারেননি। খেলতে পারেননি সুপার টেনে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচও।
অবশ্য পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে জোর গুজব উঠেছিল মুস্তাফিজ খেলবেন। শেষ পর্যন্ত ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বলে তাঁকে নিয়ে ঝুঁকি নেয়নি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
কিন্তু ডানহাতি পেসার তাসকিন আহমেদ ও বাঁ-হাতি স্পিনার তাসকিন আহমেদ অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ হওয়ায় পরিস্থিতি এখন পাল্টে গেছে। ২০ ভাগ ফিট হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মুস্তাফিজকে মাঠে নামানো হবে এমনটা ঘোষণা দেয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
কিন্তু আশার কথা মুস্তাফিজ এখন অনেকটাই ফিট। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘মুস্তাফিজ সেরে উঠেছে। তবে চোট থেকে সেরে ওঠার পর একজন বোলারের পক্ষে খুবই কঠিন নিজের সেরাটা খেলার জন্য। তারপরও আমাদের সেরা বোলারকে পাচ্ছি সেটাই বড় কথা। তরপরও ম্যাচের আগে তাঁকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।’
তবে এই ম্যাচে তাসকিন থাকলে মুস্তাফিজের জন্য কাজটা সহজ হতো বলে মনে করেন মাশরাফি, ‘তাসকিন খুবই কার্যকরি বোলার, সে দলে থাকলে চোট থেকে সেরে ওঠার পর মুস্তাফিজের জন্য কাজটা সহজ হতো। কিন্তু পরিস্থিতি তো এখন ভিন্ন। আমাদের দুর্ভাগ্য আমরা তাসকিনকে পাচ্ছি না।’
এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন