রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

মুস্তাফিজ আজও জ্বলে উঠুক

পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের। তার ওয়ানডে অভিষেক হয় ভারতের বিপক্ষে। আর অভিষেক ম্যাচেই দুনিয়াকে চমকে দেন ৫ উইকেট নিয়ে। কিন্তু বিস্ময়ের তখনও বাকি ছিল। দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজুর রহমান নামের বাঁহাতি পেসার কেমন করেন তা-ই দেখার অপেক্ষায় ছিল বাংলাদেশ। ভারতের ৬ উইকেট নিয়ে তিনি প্রত্যাশা এবং বিস্ময় দুটিই বাড়িয়ে দেন। আজ তৃতীয় ওয়ানডেতে সেই ভারতের বিপক্ষে আবার বোলিং করার সুযোগ পাচ্ছেন মুস্তাফিজ।

আজও যদি ৫ উইকেট পান তাহলে ওয়াকার ইউনুসের টানা তিন ম্যাচে ৫ উইকেট নেওয়ার রেকর্ড ছুঁয়ে ফেলবেন মুস্তাফিজ। তবে তার কাছে এখনও বেশি প্রত্যাশা করতে নিষেধ করেছেন বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিক। দ্বিতীয় ওয়ানডের পর তিনি বলেছিলেন, ‘সে এখনও তরুণ। তাই আমাদের তাকে দেখেশুনে রাখতে হবে। প্রথম দুই ম্যাচেই সে ১১ উইকেট নিয়েছে। তাই বলে প্রতিদিনই তার কাছ থেকে ৫ উইকেট প্রত্যাশা করাটাও কিন্তু উচিত হবে না। সে তার সামর্থ্য প্রমাণ করেছে। যদি এখন আমরা তাকে সঠিকভাবে পথ দেখাতে পারি, তাহলে ভবিষ্যতে সে অবশ্যই দীর্ঘদিন ম্যাচ-উইনার হিসেবে থাকবে। তারও খারাপ সময় আসবে। তখন তাকে সমর্থন করতে হবে।’

এই মুস্তাফিজুরকে দলে নেওয়ার ব্যাপারে বিশেষ ভূমিকা ছিল হিথ স্ট্রিকের। কীভাবে তিনি মুস্তাফিজকে অবিষ্কার করেন সে সম্পর্কে স্ট্রিক বলেন, ‘গত বছর এখানে আসার পরই আমি মুস্তাফিজকে দেখি। অবশ্য ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে চলে যাওয়ায় তখন খুব বেশি দেখা হয়নি তার সঙ্গে। তবে অল্প ক’দিনেই সে আমাকে মুগ্ধ করেছে। এরপর থেকেই আমরা তাকে নিয়মের মধ্যে নিয়ে আসি। এখন হাই পারফরম্যান্স (এইচপি) কাঠামোতে পাইপলাইনে থাকা সব ক্রিকেটার উপকৃত হবে।’

ভারতের বিপক্ষে ওয়ানডে দলে নেওয়ার ব্যাপারে নিজের জোড়ালো ভূমিকা সম্পর্কে হিথ স্ট্রিকের মন্তব্য_ ‘তাকে দলে নেওয়ার ব্যাপারে আমার কিছুটা প্রভাব আছে। এ বিষয়ে আমি এবং হেড কোচ খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি। আমাদের মনে হয়েছিল, মিরপুরের উইকেটে পেসাররা সাহায্য পাবে। বিশেষ করে মুস্তাফিজ এখানে ভালো করতে পারে। তাই একপ্রকার লড়াই করেই আমরা পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচে তাকে নিয়েছিলাম। এরপর থেকে সে তার সামর্থ্য দেখিয়ে যাচ্ছে।’ ভারতের বিপক্ষে মুস্তাফিজের সাফল্যের চূড়ান্ত প্রদর্শনী দুটি ওয়ানডেতে দেখেছে বাংলাদেশ। আজ তৃতীয় প্রদর্শনী দেখার অপেক্ষায় আছে তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির

রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন

বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন

নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেবিস্তারিত পড়ুন

  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি
  • আন্দোলনে বিএনপির ১৯৮ কর্মী নিহত, জানালেন মহাসচিব
  • বিআরটিএ-তে সেবা নিতে গিয়ে যে অভিজ্ঞতা হলো অমিতাভ রেজার
  • চট্টগ্রামে হাসিনা-কাদেরসহ ১০৮ জনের বিরুদ্ধে মামলা
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই প্রথম কাজ: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ধানমন্ডিতে রাস্তায় পড়ে থাকা ল্যান্ড ক্রুজারটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের