শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

মুস্তাফিজ আজও জ্বলে উঠুক

পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের। তার ওয়ানডে অভিষেক হয় ভারতের বিপক্ষে। আর অভিষেক ম্যাচেই দুনিয়াকে চমকে দেন ৫ উইকেট নিয়ে। কিন্তু বিস্ময়ের তখনও বাকি ছিল। দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজুর রহমান নামের বাঁহাতি পেসার কেমন করেন তা-ই দেখার অপেক্ষায় ছিল বাংলাদেশ। ভারতের ৬ উইকেট নিয়ে তিনি প্রত্যাশা এবং বিস্ময় দুটিই বাড়িয়ে দেন। আজ তৃতীয় ওয়ানডেতে সেই ভারতের বিপক্ষে আবার বোলিং করার সুযোগ পাচ্ছেন মুস্তাফিজ।

আজও যদি ৫ উইকেট পান তাহলে ওয়াকার ইউনুসের টানা তিন ম্যাচে ৫ উইকেট নেওয়ার রেকর্ড ছুঁয়ে ফেলবেন মুস্তাফিজ। তবে তার কাছে এখনও বেশি প্রত্যাশা করতে নিষেধ করেছেন বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিক। দ্বিতীয় ওয়ানডের পর তিনি বলেছিলেন, ‘সে এখনও তরুণ। তাই আমাদের তাকে দেখেশুনে রাখতে হবে। প্রথম দুই ম্যাচেই সে ১১ উইকেট নিয়েছে। তাই বলে প্রতিদিনই তার কাছ থেকে ৫ উইকেট প্রত্যাশা করাটাও কিন্তু উচিত হবে না। সে তার সামর্থ্য প্রমাণ করেছে। যদি এখন আমরা তাকে সঠিকভাবে পথ দেখাতে পারি, তাহলে ভবিষ্যতে সে অবশ্যই দীর্ঘদিন ম্যাচ-উইনার হিসেবে থাকবে। তারও খারাপ সময় আসবে। তখন তাকে সমর্থন করতে হবে।’

এই মুস্তাফিজুরকে দলে নেওয়ার ব্যাপারে বিশেষ ভূমিকা ছিল হিথ স্ট্রিকের। কীভাবে তিনি মুস্তাফিজকে অবিষ্কার করেন সে সম্পর্কে স্ট্রিক বলেন, ‘গত বছর এখানে আসার পরই আমি মুস্তাফিজকে দেখি। অবশ্য ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে চলে যাওয়ায় তখন খুব বেশি দেখা হয়নি তার সঙ্গে। তবে অল্প ক’দিনেই সে আমাকে মুগ্ধ করেছে। এরপর থেকেই আমরা তাকে নিয়মের মধ্যে নিয়ে আসি। এখন হাই পারফরম্যান্স (এইচপি) কাঠামোতে পাইপলাইনে থাকা সব ক্রিকেটার উপকৃত হবে।’

ভারতের বিপক্ষে ওয়ানডে দলে নেওয়ার ব্যাপারে নিজের জোড়ালো ভূমিকা সম্পর্কে হিথ স্ট্রিকের মন্তব্য_ ‘তাকে দলে নেওয়ার ব্যাপারে আমার কিছুটা প্রভাব আছে। এ বিষয়ে আমি এবং হেড কোচ খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছি। আমাদের মনে হয়েছিল, মিরপুরের উইকেটে পেসাররা সাহায্য পাবে। বিশেষ করে মুস্তাফিজ এখানে ভালো করতে পারে। তাই একপ্রকার লড়াই করেই আমরা পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচে তাকে নিয়েছিলাম। এরপর থেকে সে তার সামর্থ্য দেখিয়ে যাচ্ছে।’ ভারতের বিপক্ষে মুস্তাফিজের সাফল্যের চূড়ান্ত প্রদর্শনী দুটি ওয়ানডেতে দেখেছে বাংলাদেশ। আজ তৃতীয় প্রদর্শনী দেখার অপেক্ষায় আছে তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম

টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলার মুস্তাফিজুর রহমান। কাটার, স্লোয়ারে প্রতিপক্ষের ব্যাটারদেরবিস্তারিত পড়ুন

দিয়াগো কস্তার বীরত্বে কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল

অতিরিক্ত সময়ে পেনাল্টি পেয়েও ব্যর্থ হন দলের সেরা তারকা ক্রিস্তিয়ানোবিস্তারিত পড়ুন

শান্তর অধিনায়কত্ব নিয়ে বিসিবি যা ভাবছে

চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ফরম্যাটের জন্য বাংলাদেশ দলের নেতৃত্ব পানবিস্তারিত পড়ুন

  • চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে আফগানিস্তান
  • সেমিফাইনাল নিশ্চিতের মিশনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
  • আবারও বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
  • বৃষ্টির পর অস্ট্রেলিয়া শিবিরে রিশাদের জোড়া আঘাত
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে ছক্কা হাঁকানোর তালিকায় সেরা দশে হৃদয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটএ বাংলাদেশের ম্যাচ
  • আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারালো ওয়েষ্ট ইন্ডিজ
  • নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
  • অস্ট্রেলিয়ার জয়ে ইংল্যান্ড সুপার এইটে
  • বিশ্বকাপে একমাত্র ক্রিকেটার হিসেবে যে রেকর্ড গড়লেন সাকিব