শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মূল পর্বের লক্ষ্যে আজ মাঠে নামছে মাশরাফিরা

ডাচদের বিপক্ষে স্বস্তির জয়ের পর আইরিশদের বিপক্ষে বৃষ্টি ছিনতাই করে নিয়ে যায় টাইগারদের জয়। তাই ওমানের বিপক্ষে বাছাই পর্বের শেষ ম্যাচ তৈরি হয়েছে অলিখিত সেমিফাইনালে। এ ম্যাচের জয়ী দল খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের মূল পর্ব। এ লক্ষ্যে রোববার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রাত আটটায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ওমান।

এশিয়া কাপের ফাইনাল খেলার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের মাত্র এক দিন আগে টাইগাররা পৌঁছায় ধর্মশালায়। প্রথম ম্যাচে ভ্রমণ ক্লান্তি, অপরিচিত কন্ডিশন আর সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার ফুট উঁচুতে অবস্থিত স্টেডিয়ামে মাত্র এক সেশন অনুশীলন করে মাঠে নামে বাংলাদেশ। তারপরও সকল প্রতিবন্ধকতাকে জয় করে নেদারল্যান্ডসের বিপক্ষে ভালভাবেই উতরে যায় টাইগাররা।

আয়ারল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে মাত্র আট ওভার ব্যাটিং করার সুযোগ পায় বাংলাদেশ। তামিম ইকবালের ব্যাটিং তাণ্ডবে মাত্র ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে টাইগাররা। এমন ব্যাটিংয়ের পর সাম্প্রতিক সময়ে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশের জয় অনেকটা অনুমিতই ছিল; কিন্তু বেরসিক বৃষ্টি ধুয়ে নিয়ে ম্যাচটিকে। ফলে বাধ্য হয়েই পয়েন্ট ভাগাভাগি করতে হয় মাশরাফিদের।

ওয়ানডেতে বাংলাদেশ নিজেদের জায়ান্ট হিসাবে গড়েছেন আগেই। এবার টি-টোয়েন্টিতেও দারুণ সফলতা পাচ্ছে দলটি। পাকিস্তান-শ্রীলঙ্কার মত দলগুলোকে হারিয়ে কিছুদিন আগেই এশিয়া কাপের ফাইনালে খেলেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষে থাকা ভারতের বিপক্ষে ফাইনালে হারলেও দারুণ লড়াই করে পাচ্ছেন ক্রিকেট বোদ্ধাদের উচ্ছ্বসিত প্রশংসা। তাই ওমানের বিপক্ষে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে সহজ জয়ই হওয়ার কথা মাশরাফিদের।

এখন পর্যন্ত কোন আন্তর্জাতিক ম্যাচে ওমানের মোকাবেলা করেনি বাংলাদেশ। তাই সম্পূর্ণ অপরিচিত এ দলটির বিপক্ষে একটি বেশি সাবধানী টাইগাররা। অলিখিত সেমিফাইনাল হয়ে যাওয়ায় এ ম্যাচ একটু চাপেই থাকবে বাংলাদেশ। এ প্রসঙ্গে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘শেষ ম্যাচটি আমাদের জন্য অবশ্যই চাপের। ওমান ভালো ক্রিকেট খেলছে, ওদের এভাবে খেলতে দেখাও দারুণ। এখন আমাদের দুই দলেরই পয়েন্ট তিন। রান রেটে যদিও আমরা এগিয়ে আছি। আমরা আত্মবিশ্বাসীও আছি। যেভাবে খেলে আসছি, সেভাবে খেলতে পারলে আমরা ভালো করব।’

অপরদিকে প্রথমবারের মত বিশ্বকাপের মঞ্চে খেলতে এসে টুর্নামেন্টের শুরুতেই শক্তিশালী আয়ারল্যান্ডকে হারিয়ে চমকে দেয় ক্রিকেটবিশ্বকে। দারুণ লড়াই করে দুই উইকেটে আইরিশদের হারায় আরব দেশটি। ডাচদের বিপক্ষে পরের ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় তাদের সংগ্রহও বাংলাদেশের সমান তিন পয়েন্ট। তাই মূল পর্বের যাওয়ার দারুণ সুযোগ কাজে লাগাতে দারুন আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে আইসিসির সহযোগী এ দেশটি।

এই সংক্রান্ত আরো সংবাদ

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পেলেন ব্যাটিং কিংবদন্তি শচীনবিস্তারিত পড়ুন

  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন