শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মৃত্যুর আগে যা বলেছিলেন বিখ্যাত মহামানবরা!

এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের সবাইকেই চলে যেতে হবে। তবে পৃথিবী থেকে চলে যাওয়ার আগে অনেক বিশ্বখ্যাতজন তাদের মহাউক্তি দিয়ে গেছেন। আর এমন বিষয় জানতে আমাদের আগ্রহের কমতি নেই। আর তা যদি হয় বিশ্বখ্যাতদের শেষ কথা, তাহলে তো কথাই নেই। এখানে জেনে নিন, আপনাদের অতিপ্রিয় এবং খ্যাতিমান মানুষদের শেষ কথা কি ছিল? এদের শেষ কথাটিও অতি মূল্যবান উপদেশ কিংবা দর্শনতত্ত্ব হয়ে মানুষের মনে স্থান করে নিয়েছে।

১. বিখ্যাত দার্শনিক কার্ল মার্কসের শেষ কথা ছিল, ‘শেষ কথা তাদেরই জন্যে যারা যথেষ্ট বলতে পারেননি’।

২. থিওরিটিক্যাল ফিজিসিস্ট রিচার্ড ফেইনম্যান মৃত্যুর আগে বলেছিলেন, ‘আমি দুইবার মরতে চাই না। এটা দারুণ বিরক্তিকর’।

৩. গণিতবিদ আর্কিমিডিসকে দ্বিতীয় পিউনিক যুদ্ধের সময় হত্যা করা হয়। ঐতিহাসিক প্লুটার্চ লিখেছেন, এক সৈন্য দৌড়ে এসে আর্কিমিডিসকে নিরাপদে নিয়ে যেতে চান। কিন্তু তখন গণিতবিদ এক গাণিতিক সমস্যা নিয়ে আঁকিবুকি করছিলেন। সৈন্যকে তিনি বললেন, ‘আমার ডায়াগ্রাম থেকে দূরে থাকো তুমি’। আর্কিমিডিস পালিয়ে যাননি, ডায়াগ্রামের সমাধানে ব্যস্ত ছিলেন।

৪. ফ্রান্সের বীর সেনা এবং রাজনৈতিক নেতা নেপোলিয়ন বোনাপোর্ট শেষ কথা বলেছিলেন, ‘ফ্রান্স এবং এর সেনাবাহিনীর প্রধান জোসেপাইন’। এই নারী ছিলেন নেপোলিয়নের প্রথম স্ত্রী এবং ফ্রান্সের প্রথম সম্রাজ্ঞী।

৫. শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েল মৃত্যুর আগে স্ত্রীকে বলেছিলেন, ‘তুমি সত্যিই অপরূপা’।

৬. বিশ্বখ্যাত সুরস্রষ্টা লুডউইগ ভ্যান বিথোভেন শেষ বয়সে বধির হয়ে যান। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, ‘স্বর্গে গিয়ে আমি শুনতে পারবো’। আবার অনেকের মতে তার শেষ কথা ছিল, ‘আমাকে স্মরণ করো বন্ধুরা, যাবতীয় কৌতুকের অবসান ঘটলো’। আবর অনেকে বলেন, তার মৃত্যুর কিছুক্ষণ আগে এক কম্পোজার ১২ বোতল মদ আনেন। এটা দেখে বিথোভেন মনটা খারপ করে বললেন, ‘কি কষ্ট, কি কষ্ট, অনেক দেরি হয়ে গেছে’।

৭. উদ্ভাবক ও ব্যবসায়ী থমাস এডিসন মৃত্যুর আগে কোমায় চলে যান। হঠাৎ করেই তিনি চোখ দুটো খোলেন এবং বলেন, ‘ওখানটা অনেক সুন্দর’।

৮. ফ্রান্সের রানি মেরি অ্যান্টোনেতিকে গিলোটিনে মাথা দিতে হয়। গিলোটিনে চড়ার সময় বেখেয়ালবশত জল্লাদের পা মাড়িয়ে দেন তিনি। জল্লাদের দিকে তিনি তাকিয়ে বলেন, ‘আমাকে ক্ষমা করবেন, উদ্দেশ্য নিয়ে আমি এটা করিনি’।
৯. বিখ্যাত অভিনেতা হামফ্রে বোগার্ট মৃত্যুর আগে বলেছিলেন, ‘আমার স্কচ থেকে মার্টিনিতে আসা উচিত হয়নি’। এ দুটো তার প্রিয় পানীয় ছিল।

১০. রোম সাম্রাজ্যের প্রথম সম্রাট অগাস্টাস সিজার মৃত্যুর আগে তার প্রজাদের বার বার বলছিলেন, ‘আমি কাদা-মাটির রোমকে পেয়েছিলাম। তোমাদের কাছে একে মর্মর বানিয়ে দিয়ে গেলাম’। একই সঙ্গে তিনি তার কাছের মানুষদের বলেছিলেন, ‘আমি কি আমার দায়িত্ব ভালোমতো সম্পন্ন করতে পেরেছি? যদি পারি তবে চলে যাওয়ার পর আমাকে স্মরণ করো’।

১১. বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন শেষ নিঃশ্বাস ত্যাগের আগে বলেছিলেন, ‘মৃত্যুর ভয়ে ভীত নয়- এমন মানুষদের মতো আমি নই’।

১২. বিখ্যাত সঙ্গীতজ্ঞ বব মার্লের শেষ কথা ছিল, ‘অর্থ জীবন কিনতে পারে না’।

১৩. ‘মোনালিসা’ স্রষ্টা লিওনার্দো দ্য ভিঞ্চির অন্তিম কথা ছিল, ‘আমি ঈশ্বর এবং মানব জাতিকে কষ্ট দিয়েছি। কারণ আমার মানসম্পন্ন কাজ আমি করতে পারিনি’।-সূত্র বিজনেস ইনসাইডার।

এই সংক্রান্ত আরো সংবাদ

আহা চিকুনগুনিয়া !

ঈদের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে মেঝেতে পা দিয়ে আমিবিস্তারিত পড়ুন

‘দৃষ্টিশক্তি থাকা, কিন্তু জীবনে লক্ষ্য না থাকা অন্ধত্বের চেয়েও খারাপ’

চক্ষু, কর্ন, জিহবা, নাসিকা, ত্বক – মানুষের এই পাঁচটি ইন্দ্রিয়েরবিস্তারিত পড়ুন

ধর্ষিতা মেয়েটির গল্প

পারিনি সেদিন নিজেকে শোষকদের হাত থেকে রক্ষা করতে, পারিনি সেদিনবিস্তারিত পড়ুন

  • যা হবে কবিতা লিখে…!
  • কাটাপ্পা বাহুবলির পর এইবার হিরো আলম ড্রেস?
  • দর্শক যেভাবে বুঝলেন যে মাশরাফির স্ত্রী ক্রিকেট খেলেন না!
  • ‘‘আজকাল আইসিসির সহযোগিতা ছাড়া মাশরাফি-তামিমদের বিপক্ষে জেতা যায় নাকি’’
  • গরু খোঁজা (একটি গল্প)
  • যেসব খাতে ভ্যাট বসানো অতি জরুরি
  • ভাড়া ১০০ টাকা, ভ্যাট-ট্যাক্স মিলে ২৪০!
  • দুদকের হয়ে কেস লড়তে চান কেডি পাঠক
  • শততম টেস্টে আম্পায়ার কেন ওই রকম করলেন?
  • রিক্সা চালাই বিয়ে করেছিলাম, আমার মতই এক গরীবের মেয়েকে বউ করে এনেছিলাম —
  • নারীর দাস জীবন এবং একজন সাদিয়া নাসরিন
  • আজকের এ দিনে রক্তে রঞ্জিত হয়েছিলো ঢাকার রাজপথ